বিজেপির দাবি খুব অল্প সময়ের মধ্যেই আরও অনেকে শিবির বদল করবেন।
হাইলাইটস
- বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে কড়া ভাষায় বিঁধলেন সাংসদ সৌমিত্র খাঁ
- আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও
- তাঁকে পাল্টা আক্রমণ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা: বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে কড়া ভাষায় বিঁধলেন সাংসদ সৌমিত্র খাঁ। আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তাঁর কথায় বাংলায় এখন গণতন্ত্র বলে কিছু নেই। পিসি-ভাইপোর সরকার চলছে। অন্য কয়েকটি রাজ্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও ভোটের সময় সন্ত্রাস হয়না। দক্ষিণ কলকাতার একটি পরিবার বাংলাটাকে চালাবে এটা হতে পারে না। রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে টিকিট পাবেন না বুঝতে পেরেই দলত্যাগ করেছেন সৌমিত্র। কিন্তু তাঁর দাবি টিকিট পাওয়া বা না পাওয়ার সঙ্গে দলত্যাগের কোনও যোগাযোগ নেই।
তাঁকে পাল্টা আক্রমণ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান সৌমিত্র, মুখ্যমন্ত্রীর বদান্যতায় বিধায়ক এবং সাংসদ হয়েছেন। আর এখন বড় বড় কথা বলছেন! পাশাপাশি সৌমিত্র কোন কোন খাতে সাংসদ তহবিলের টাকা খরচ করেছেন তা জানতে চান অভিষেক।
সৌমিত্র খাঁয়ের পর অনুপম হাজরাকেও দল থেকে বহিস্কার করল তৃণমূল
এদিকে সৌমিত্র যোগ দেওয়ার পর বিজেপি নেতা মুকুল রায় জানান, আরও অনেক সাংসদ তৃণমূল ছেড়ে তাঁদের দলে আসবেন। শুধু মুকুল রায় নন, একই কথা বলতে শোনা গিয়েছে দলের অন্য নেতাদের। কারা যোগ দিচ্ছেন সেই খোঁজ না দিলেও বিজেপির দাবি, খুব অল্প সময়ের মধ্যেই আরও অনেকে শিবির বদল করবেন।
সৌমিত্রর পাশাপাশি বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরাকেও দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান অনুপমের কাজ কর্মে খুশি নয় বলেই দল তাঁকে বহিষ্কার করেছে। যদিও সাংসদের দাবি, তিনি বুঝতেই পারছেন না কেন তাঁকে বহিষ্কার করা হয়েছে। বিকেলের দিকে এই ঘোষণা হওয়ার পর সন্ধ্যায় টুইট করে অনুপম জানান, এখন থেকে শিক্ষা ক্ষেত্রেই মনোনিবেশ করবেন। তবে বিজেপি জানিয়েছে, অনুপমও তাঁদের দিকে আসছেন।