This Article is From Mar 19, 2020

"নো সিএএ" লেখা লকেটে! ওটা খুলে বক্তব্য রাখুন, দোলা সেনকে অনুরোধ রাজ্যসভার

এদিন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই থেকেই উচ্চকক্ষে এনআরসি ও সিএএ নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদরা। (ফাইল ছবি)

নয়া দিল্লি:

লকেট খুলুন, কক্ষের মর্যাদাকে সম্মান করুন ।তৃণমূল সাংসদ দোলা সেনকে (TMC MP) এভাবেই বিড়ম্বনায় ফেললেন রাজ্যসভা (Rajya Sabha) পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কে পারুইন। জানা গিয়েছে, সেই লকেটে "নো সিএএ (NO CAA), নো এনআরসি" খোদাই করা ছিল। সেই দুটি শব্দ নিয়েই আপত্তি তোলেন বৃহস্পতিবার অধিবেশন পরিচালনার দায়িত্বে থাকা জেডিইউ'র ওই মহিলা সাংসদ। বুধবার সংসদের উচ্চকক্ষে ক্ষুদ্র-মাঝারি শিল্প মন্ত্রকের বিষয়ে বক্তব্য রাখছিলেন সাংসদ দোলা সেন। সেই সময় জেডিইউ'র সাংসদ কে পারুইন বলেন, "মিস দোলা সেন বলতে ওঠার আগে দয়া করে লকেটটা খুলুন।"  এই আবেদনের পাল্টায় ওই তৃণমূল সাংসদ বলেছিলেন, এটা তো গয়না। তাতেও দমানো যায়নি কে পারুইনকে। তিনি পাল্টা বলেছেন। সেটা ঠিক আছে। কিন্তু ওতে কিছু লেখা আছে। কক্ষের মর্যাদা মেনে চলুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। এই বক্তব্যের সমর্থনে এগিয়ে আসতে দেখা গিয়েছে সাংসদ ভাইকো ও জয়া বচ্চনকে (Jaya Bacchan। তাই বাধ্য হয়ে সেই লকেট খুলে বক্তব্য পেশ করেন দোলা সেন।

আগামিকাল নির্ভয়ার চার আসামির ফাঁসি, আর্জি খারিজ করল আদালতে

এদিন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই থেকেই উচ্চকক্ষে এনআরসি ও সিএএ নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদরা। সেই পরিস্থিতিতে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প নিয়ে বলতে গেলে এভাবে বিড়ম্বনার মুখে পড়েন দোলা সেন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.