This Article is From Aug 12, 2018

অসম নিয়ে আন্দোলনের ধার বাড়াল তৃণমূল

বিজেপি সভাপতি অমিত শাহের জনসভা থাকায় গতকাল মিছিল হয়নি কলকাতা, পরিবর্তে আজ মিছিল হবে শহরে

Advertisement
অল ইন্ডিয়া

অমিত শাহের জনসভা থাকায় কলকাতায় মিছিল হয়নি।

কলকাতা:

অসম নিয়ে আন্দোলনের ধার বাড়াল তৃণমূল। নাগরিক খসড়া তালিকা থেকে বাসিন্দাদের নাম বাদ দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে গোটা রাজ্যে মিছিল করল তৃণমূল। তবে কলকাতায় শনিবার মিছিল হয়নি। বিজেপি সভাপতি অমিত শাহের জনসভা থাকায়  কলকাতায় মিছিল হয়নি। তার জায়গায় আজ শহরে মিছিল হবে বলে জানা গিয়েছে।                                 

গতকালের প্রতিটি মিছিলে কালো ব্যাজ পড়ে অংশ নেন তৃণমূল কর্মীরা। ছিল ব্যানার ও পোস্টার। দলের প্রবীন নেতা থেকে শুরু করে মন্ত্রীরা মিছিলে পা মেলান।

এই কর্মসূচী প্রসঙ্গে শুক্রবার তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন,  "লক্ষ লক্ষ বাঙালির নাম ইচ্ছাকৃতভাবে  বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকের নাম তালিকায় তুলে দিতে হবে। তাঁরা সকলেই ভারতীয়। এভাবে নিজের দেশে কাউকে উদ্বাস্তু করে দেওয়া যাবে না। এই সমস্ত দাবিকে সামনে রেখেই আমরা মিছিল করবো।" 

Advertisement

        

Advertisement