কলকাতা: এনআরসি নিয়ে উত্তর-পূর্ব ভারতে মোটেই ব্যাকফুটে চলে যায়নি বিজেপি। বুধবার এই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর কথায়, এমন বহু সংগঠন আছে, যাদের কোনও জনভিত্তিই নেই, তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে উত্তর-পূর্ব ভারতকে সমস্যার কেন্দ্র বলে চিহ্নিত করে যাচ্ছেন ক্রমাগত।
তিনি বলেন, “এনআরসি'র জন্য উত্তর-পূর্ব ভারতে ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি, এটা যাঁরা বলছেন, তাঁরা হয় জেনে বলছেন না, অথবা, ইচ্ছাকৃত ভুল বলছেন। এটা যদি ঠিক হত, তাহলে অসমে স্বায়ত্তশাসনাধীন কাউন্সিলের নির্বাচনে জিতত না বিজেপি”।
প্রসঙ্গত, সংশ্লিষ্ট নির্বাচনটিতে ২৮'টি আসনের মধ্যে ১৯'টি আসনেই জয়লাভ করেছে বিজেপি। এনআরসি নিয়ে প্রতিবাদের মাঝেই ১৯ জানুয়ারি এই নির্বাচন হয়।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী জোর গলায় বলেন, নির্বাচনে জয় মানে একটা অর্থই হয়, তা হল, মানুষ আমাদের সঙ্গে আছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)