আগরতলা: আগামী লোকসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গে প্রচার শুরু করতে চলেছে বিজেপি আগামীকাল থেকেই৷ সেই প্রচারের 'তারকা প্রচারক' হতে চলেছেন প্রতিবেশি রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ত্রিপুরা বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানান, বিপ্লব দেব গোটা দেশে বিজেপির একমাত্র বাঙালি মুখ্যমন্ত্রী।
শুধু তা-ই নয়, তিনি ত্রিপুরার ২৫ বছরের বামশাসনকে ধূলিসাৎ করে ক্ষমতায় এসেছেন। সেই কারণেই পশ্চিমবঙ্গে প্রচারের জন্য বিপ্লব দেবকেই 'উপযুক্ত' বলে মনে করছে দল। তিনি বলেন, "বিপ্লব দেব ইতিমধ্যেই দলের হয়ে কেরালা, কর্নাটক, গুজরাট এবং মিজোরামে প্রচারে গিয়েছেন। লোকসভা নির্বাচনের সময় তিনি উত্তর-পূর্বের আটটি রাজ্যতে প্রচার করবেন বিজেপির হয়ে। এছাড়া, বাংলা ছাড়া আরও কয়েকটি বড় রাজ্যেও যাবেন প্রচারে", বলেন তিনি।
বিজেপি সূত্র থেকে জানা গিয়েছে, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে রাজ্যজুড়ে অন্তত ২০'টি সভা ও মিছিলে অংশ নেবেন বিপ্লব দেব।