This Article is From Oct 02, 2018

ত্রিপুরায় সিপিএমের মুখপত্র বন্ধের নির্দেশ

ত্রিপুরায় সিপিএমের মুখপত্র বন্ধ করে  দেওয়া হল।

ত্রিপুরায় সিপিএমের মুখপত্র বন্ধের নির্দেশ

গোটা ঘটনায় শাসক বিজেপিকে দুষেছে সিপিএম।

হাইলাইটস

  • ত্রিপুরায় সিপিএমের মুখপত্র বন্ধ করে দেওয়া হল
  • ডেইলি দেশের কথা নামে ওই পত্রিকাটি চলে আসছিল চার দশক ধরে
  • সেটি প্রকাশের উপর নিশেধাজ্ঞা জারি হয়েছে
আগরতলা:

ত্রিপুরায় সিপিএমের মুখপত্র বন্ধ করে  দেওয়া হল। ত্রিপুরায় সিপিএমের মুখপত্র বন্ধ করে  দেওয়া হল। সেটি প্রকাশের উপর নিশেধাজ্ঞা জারি হয়েছে।

গোটা ঘটনায় শাসক বিজেপিকে দুষেছে সিপিএম। দলের কেন্দ্রীয়  কমিটির সদস্য গৌতম দাস জানিয়েছেন এটা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ।

নাগেরবাজারে ভয়াবহ বিস্ফোরণ, আহত 5

জানা গিয়েছে প্রিন্টার্স লাইনে নতুন সম্পাদকের নাম ছাপার মতো পদ্ধতিগত   কারণকে সামনে রেখে সংবাদপত্র  বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।     

 এই নির্দেশের প্রতিবাদ করেছে সিপিএম। শুরু হয়েছে আন্দোলনের প্রস্তুতি। শুধু ত্রিপুরা নয়  নির্দেশের সমালোচনা করেছে বঙ্গ সিপিএমও। দলের দাবি ঠিক কী কারণে  পত্রিকা বন্ধ হল তা স্পষ্ট নয়। প্রয়োজনে আইনের  দ্বারস্থ  হওয়ার কথাও ভাবা হচ্ছে।

এই প্রথম নয় এর আগেও  বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রের উপর আঘাত নামিয়ে আনার অভিযোগ এনেছে  ত্রিপুরার সিপিএম। এ বছরের গোড়ার দিকে ক্ষমতায় আসে  বিজেপি। আড়াই দশক বাদে হারতে হয় সিপিএমকে। তারপর থেকে বিজেপির বিরুদ্ধে  কখনও পার্টি অফিস ভাঙা কখনও আবার বাম নেতাদের মূর্তি ভাঙার অভিযোগ তুলেছে সিপিএম। সদ্য সমাপ্ত মিনি পঞ্চায়েত নির্বাচনে  নব্বই শতাংশেরও বেশি আসনে বিনা লড়াইয়ে জিতেছে বিজেপি। সিপিএমের দাবি এর নেপথ্যেও আছে  বিজেপির সন্ত্রাস।                                                          
  

.