দ্বাদশ শ্রেণীর পড়ুয়া এক ছাত্রকে পিটিয়ে খুন (Tripura Lynching) করার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে
গুয়াহাটি: দ্বাদশ শ্রেণীর পড়ুয়া এক ছাত্রকে পিটিয়ে খুন (Tripura Lynching) করার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে, ওই কিশোরকে ত্রিপুরার (Tripura) গ্রামের একটি মেয়ের বাড়িতে দেখা গিয়েছিল। কাকার সঙ্গে গোমতী জেলায় থাকত রিপন সরকার (Ripan Sarkar), তার বাবা মা বাংলাদেশে থাকেন বলে জানিয়েছে পুলিশ। গ্রামবাসীদের থেকে জানা গিয়েছে, রিপন সরকারের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। এর আগেও তাকে ডেকে মারধর করেছিল মেয়েটির পরিবারের লোকেরা। ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, কিশোরের কাকা প্রফুল্ল সরকারকে কয়েকজন জানান, তাকে মারধর করেছে কয়েকজন গ্রামবাসী, তাদের মধ্যে রয়েছে মেয়েটির আত্মীয়রাও। সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে ছুটে যান।
হামলাকারীদের থামানোর চেষ্টা করেন প্রফুল্ল সরকার, তবে ভিড়ের কারণে কিশোরকে উদ্ধার করা যায়নি।
কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে পৌঁছানোর আগেই রিপন সরকারের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।