Read in English
This Article is From Nov 30, 2018

ডেমোক্র্যাটদের হয়ে মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম উঠে আসছে তুলসির

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন তুলসি  গব্বার্ড। ২০২০ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে লড়ার  প্রস্তুতি শুরু করেছেন তিনি।

Advertisement
ওয়ার্ল্ড

রবিবার  কনফারেন্স  কলও করা  হচ্ছে  বলে  সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।

Highlights

  • ২০২০ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে লড়ার প্রস্তুতি শুরু করেছেন তিনি
  • জিততে পারলে তিনিই হবেন আমেরিকার প্রথম হিন্দু রাষ্ট্রপতি
  • আমেরিকার বেশ কয়েকজন খ্যাতনামা ব্যক্তি উদ্যোগ নিয়েছেন
ওয়াশিংটন :

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন তুলসি  গব্বার্ড। ২০২০ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে লড়ার  প্রস্তুতি শুরু করেছেন তিনি। এর জন্য  অনেকের সঙ্গে আলোচনা করছেন তিনি।  জিততে পারলে  তিনিই হবেন  আমেরিকার প্রথম  হিন্দু রাষ্ট্রপতি। শুধু লড়লেও সেদিক থেকে তিনিই প্রথম হবেন।  ডেমোক্র্যাটদের হয়ে তাঁর নাম  যাতে পদপ্রার্থী হিসেবে ঘোষণা হয় সেটা  নিশ্চিত করতে চাওয়া হচ্ছে। তারই অঙ্গ  হিসেবে বৃহস্পতিবার আমেরিকার বেশ কয়েকজন খ্যাতনামা ব্যক্তি উদ্যোগ নিয়েছেন। ইমেল করে তারা হিন্দু সম্প্রদায়ের মানুষদের এ ব্যাপারে  জনমত তৈরির কথা বলছেন। আলোচনা  সভাও ডাকা  হয়েছে।  

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হলে পাকিস্তানকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে হবে, মত সেনা প্রধানের                                                

এ ব্যাপারে কথা বলতে রবিবার  কনফারেন্স  কলও করা  হচ্ছে  বলে  সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে যাতে তুলসি অংশ নিতে পারেন তার জন্য টাকা  তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। তাছাড়া তাঁকে প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করার কথাও ভাবা হচ্ছে।

Advertisement

যুদ্ধের সময় ইরাকে কাজ করেছেন তুলসি। ফিরে এসে এ নিয়ে চার বার মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছেন তিনি। তবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনও মুখ খোলেননি। তাঁর সঙ্গে  আরও ২০ জনের নাম আছে  ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে উঠে আসছে। তার মধ্যে  আছেন মার্কিন সেনেটর কামালা হারিশ। নাম শোনা যাচ্ছে গত নির্বাচনের প্রার্থী হিলারি ক্লিন্টন।

আরও খবর পড়ুন এখানে

Advertisement
Advertisement