This Article is From Jul 09, 2018

সহ-অভিনেত্রীকে হুমকি দিয়ে গ্রেপ্তার টিভি অভিনেতা জয় মুখোপাধ্যায়

অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী শুক্রবার দুপুরে জয় মুখোপাধ্যায় অভিনেত্রীর গাড়ি মাঝরাস্তায় দাঁড় করিয়ে তাঁর পথ অবরোধ করেন। ড্রাইভার চালিত গাড়িতে করে অভিনেত্রী তখন সাদার্ন অ্যাভিনিউয়ের রাস্তায় যাচ্ছিলেন।

সহ-অভিনেত্রীকে হুমকি দিয়ে গ্রেপ্তার টিভি অভিনেতা জয় মুখোপাধ্যায়

অভিনেত্রী এবং জয় মুখোপাধ্যায় একসঙ্গে দুটো সিনেমায় অভিনয় করেছেন।

কলকাতা:

টলিউডের এক অভিনেত্রীর গাড়ি মাঝপথে দাঁড় করিয়ে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগে টেলিভিশন অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রবিবার পুলিশের তরফে জানানো হল।

টেলিভিশন অভিনেতা সঞ্জয় মুখোপাধ্যায় যিনি ইন্ডাস্ট্রিতে জয় মুখোপাধ্যায় নামে পরিচিত, শনিবার টলিউডের এক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে টালিগঞ্জ থানায় অভিযোগ জানান যে, ওই অভিনেতা রাস্তার মাঝে তাঁর গাড়ি দাঁড় করিয়ে তাঁকে হুমকি দেন। এরপরেই পুলিশ ওই অভিনেতাকে গ্রেপ্তার করে।

জয় মুখোপাধ্যায় ওই অভিনেত্রীর সহকারীকে মারধর করেছেন, এই অভিযোগও করা হয়েছে বলে জানা গেছে।

অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী শুক্রবার দুপুরে জয় মুখোপাধ্যায় অভিনেত্রীর গাড়ি মাঝরাস্তায় দাঁড় করিয়ে তাঁর পথ অবরোধ করেন। ড্রাইভার চালিত গাড়িতে করে অভিনেত্রী তখন সাদার্ন অ্যাভিনিউয়ের রাস্তায় যাচ্ছিলেন।

অভিনেত্রী অভিযোগ করেন, জয় মুখোপাধ্যায় নিজের গাড়ি থেকে নেমে এসে অভিনেত্রীর গাড়ির দিকে এগিয়ে যান এবং বলপূর্বক গাড়ির দরজা টেনে খোলার চেষ্টা করেন, অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অফিসার জানান।

গাড়ির দরজা খুলতে না পারলেও টানাটানিতে দরজার হাতল আঘাতপ্রাপ্ত হয়েছে, পুলিশের তরফে জানানো হয়েছে।

অভিনেত্রীর সহকারী গাড়ি থেকে নেমে এসে জয় মুখোপাধ্যায়ের সঙ্গে বোঝাপড়া করতে চাইলে অভিনেতা তাঁকে মারধর করেন বলে জানা গেছে।

পথ চলতি মানুষদের হস্তক্ষেপে অভিনেত্রী সেই স্থান ছেড়ে পালিয়ে যান। তারপর সন্ধ্যাবেলা তিনি টালিগঞ্জ থানায় ওই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করেন।

জয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 279 ধারায় (বেপরোয়াভাবে গাড়ি চালানো), 323 ধারায় (স্বেচ্ছাকৃত আঘাত), 341 ধারায় (বলপূর্বক বাধা সৃষ্টি), 506 ধারায় (হুমকি), 509 ধারায় (মহিলার উদ্দেশ্যে অসন্মানজনক বা অপমানজনক শব্দ ব্যবহার বা অঙ্গভঙ্গি করা),  427 ধারায় (ক্ষতিকর আচরণ) মামলা দায়ের করা হয়েছে।

“প্রমাণ সংগ্রহের জন্য আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি”, জানান পুলিশ আধিকারিকরা।

অভিনেত্রী এবং জয় মুখোপাধ্যায় একসঙ্গে দুটো সিনেমায় অভিনয় করেছেন।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.