টেলিশিল্পে অচলাবস্থা কাটল, শুটিং শুরু হচ্ছে কাল থেকে
কলকাতা: অবশেষে অচলাবস্থা কাটল। কাল থেকে ফের শুরু হচ্ছে বাংলা সিরিয়ালের শুটিং। মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ এই অচলাবস্থা কাটে। আজ বিকেলে এ নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, মন্ত্রী অরুপ বিশ্বাসের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হচ্ছে। সেই কমিটি দু’ তরফের দাবি- দাওয়া শুনে সমাধান সূত্র বের করার চেষ্টা করবে। এই আশ্বাস পাওয়ার পরই কাটে অচলাবস্থা।
গোড়া থেকেই দুপক্ষের গোলমালটা দুটো ব্যাপার নিয়ে। দুটোই টাকা সংক্রান্ত। অভিনেতাদের দাবি তাঁরা দশ ঘণ্টার জায়গায় অনেক বেশি সময় কাজ করছেন । কিন্তু অতিরক্ত টাকা পাচ্ছেন না। কেউ আবার গত দুমাস কোনও টাকাই পাননি। গোলমাল সামাল দিতে গত মাসেই বৈঠকে বসে দুপক্ষ। কিন্তু তা থেকেও কোনও সমাধান সূত্র বের হয়নি বলে শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছিল। এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হল। শোনা যাচ্ছে অবিলম্বে কাজ শুরুর করে দেবে এই কমিটি। তাতে মন্ত্রী ছাড়া দু’পক্ষের কয়েজকন সদস্যও থাকবেন। আলোচনা করে একটি সমাধান সূত্র খোঁজার চেষ্টা হবে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)