This Article is From Sep 10, 2018

2007 হায়দ্রাবাদ বিস্ফোরণ কান্ডে দুইজনকে মৃত্যুদণ্ড, অন্যজনের আজীবন কারাবাস

2007 হায়দ্রাবাদ বিস্ফোরণ কান্ডে দুইজনকে মৃত্যুদণ্ড, অন্যজনের আজীবন কারাবাস

হাইলাইটস

  • দুই ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিকে ফাঁসির আদেশ দিল আদালত
  • বিস্ফরণে সাহায্য করায় অন্য জঙ্গিকে বাকি জীবনটা জেলেই কাটাতে হবে
  • 2007 সালের বিস্ফোরণে প্রাণ হারান 44 জন, গুরুতর জখম হন 68 জন।

2007 সালের হায়দারাবাদ বিস্ফোরণ কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া  আনিক সায়ীদ এবং ইসলামি চৌধুরিকে ফাঁসির সাজা দিল আদালত। আর তারিক আঞ্জুম নামে আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এনআইএ-র  এই বিশেষ আদালত।

2007 সালের সেই ঘটনা ঘটেছিল 25 আগস্ট। একটি মুক্ত মঞ্চ এবং জনপ্রিয় খাবারের দোকানে দুটি শক্তিশালী বিস্ফোরণ হয় তাতে প্রাণ হারান 44 জন। গুরুতর ভাবে জখম হন 68 জন।

এই মামলার শুনানিতে এ মাসের চার তারিখ বিচারক টি  শ্রী নিবাস 11 বছরের পুরনো মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করে। কিন্তু ফারুক শারফুদ্দিন এবং মহম্মদ সাদিক ইসরারকে মামলা থেকে  খালাস করে দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকার  জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে আদালত। কিন্তু অন্য কয়েকটি অভিযোগ থাকায় ছাড়া পাবে না ওই  দু’জন। জেলেই থাকতে হবে।  এই বিস্ফোরণের ঘটনায় রিয়াজ ভাটকাল, ইকবাল ভাটকাল এবং আমির রেজা খানকে এখনও গ্রেফতার করা যায়নি। এক  সাজাপ্রাপ্তের আইনজীবী গান্দাম গুরুমূর্তির    মন্তব্য, এই রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আবেদন করবেন। সংবাদ সংস্থা এএনআইকে তিনি সে কথাই বলেছেন।                    

 

.