This Article is From Jun 26, 2020

"তোকে দেখে নেবো ভাটিয়ার বাচ্চা!" আরভকে কেন এমন ধমকি দিলেন টুইঙ্কল খান্না, দেখুন

তাঁর লেখা মিসেস ফানিবোনজ বেস্ট সেলার বই। ১৯৯৫ সালে বারসত ছবি দিয়ে বলিউডে অভিষেক টুইঙ্কল খান্নার

ছেলের তোলা এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন টুইঙ্কল খান্না (সৌজন্য: twinklerkhanna)

হাইলাইটস

  • স্টাডিরুমে বুকে বই আর হাতে পেন্সিল নিয়ে ঘুমে পড়েন টুইঙ্কল খান্না
  • মায়ের সেই ছবি তুলে রোষের মুখে পড়েছেন আরভ ভাটিয়া
  • সেই ছবিতে আরভের বোন নিতাশাকেও দেখা গিয়েছে

"ভাটিয়ার বাচ্চা" থুরি আরভ ভাটিয়াকে ধমকি দিল তাঁর মা টুইঙ্কল খান্না। কিন্তু কেন? অক্ষয়-পুত্র কী এমন করল, যার জন্য অগ্নিশর্মা মা টুইঙ্কল। সেই প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেন মিসেস ফানিবোনস। অর্থাৎ টুইঙ্কল খান্না। সেই ছবিতে দেখা গিয়েছে, বুকে বই আর হাতে পেন্সিল নিয়ে স্টাডিরুমে ঘুমে অচেতন টুইঙ্কল। আর তাঁর পাশে বইয়ে মুখে গুঁজে মেয়ে নিতারা। এই ছবি আরভের তোলা। এমন দাবি করে টুইঙ্কল হ্যাশট্যাগে লেখেন, "আমি তোকে দেখে নেবো ভাটিয়ার বাচ্চা। আমার আর মেয়ের স্টাডিরুমের এই ছবি আরভের তোলা। দুপুরে খাওয়ার পর আমরা একটু পড়াশোনা করি। আর এভাবেই ঘুমিয়ে পড়ি। রোজ বিকেলের ঘটনা।"

দেখুন টুইঙ্কলের সেই পোস্ট:

তাঁর লেখা মিসেস ফানিবোনজ বেস্ট সেলার বই। ১৯৯৫ সালে বারসত ছবি দিয়ে বলিউডে অভিষেক টুইঙ্কল খান্নার। এরপর বলিউডের তিন খানের সঙ্গেই ছবি করেছেন তিনি। ২০০১ সালে অক্ষয় কুমারের সঙ্গে বিয়ের পর রুপোলি জগতকে বিদায় জানান তিনি। আপাতত অন্দরসজ্জা বিশারদ হিসেবে বেশ নামডাক টুইঙ্কলের। 

.