हिंदी में पढ़ें தமிழில் படிக்க Read in English
This Article is From Jun 12, 2019

অভিনন্দনকে নিয়ে পাকিস্তানের বিশ্বকাপের বিজ্ঞাপন, নিন্দার ঝড় টুইটারে

পাকিস্তানের এক টিভি চ্যানেলে ক্রিকেট বিশ্বকাপের একটি বিজ্ঞাপনে ভারতীয় বায়ুসেনার কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ব্যঙ্গ করা হল।

Advertisement
ওয়ার্ল্ড

Abhinandan Varthaman was captured by the Pakistan military on February 27.

Highlights

  • ভারতীয় বায়ুসেনার কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ব্যঙ্গ করল পাক চ্যানেল।
  • আগামী ১৬ জুন বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের খেলা।
  • বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে অভিনন্দনের ধরা পড়ার মুহূর্তটি।
নয়াদিল্লি:

পাকিস্তানের (Pakistan) এক টিভি চ্যানেলে ক্রিকেট বিশ্বকাপের (World Cup 2019) একটি বিজ্ঞাপনে ভারতীয় বায়ুসেনার কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) ব্যঙ্গ করা হল। তাঁর মতো করে একজনকে সাজিয়ে বিজ্ঞাপনে ব্যবহার করার পরে তা নিন্দিত হল টুইটারে। অনেকেই ‘সস্তা' ও ‘লজ্জাজনক' বলে অভিহিত করলেন বিজ্ঞাপনটিকে। বালাকোট বিমান হান‌ার পরে ২৭ ফেব্রুয়ারি বায়ুসেনার বিমানচালক যখন তাঁর মিগ-২১ সহ ধরা পড়ার পরে পাকিস্তানের মুখোমুখি হন, বিজ্ঞাপনে সেই মুহূর্তই তুলে ধরা হয়েছে। পাকিস্তান ওই মুহূর্তের যে ভিডিও শেয়ার করেছিল, তাতে অভিনন্দনকে বলতে শোনা গিয়েছিল, ‘‘আমি দুঃখিত, আমি আপনাদের এ বিষয়ে কিছু বলতে পারব না।'' জেরার উত্তরে অভিনন্দন ওই উত্তর দিয়েছিলেন।

বিশকেকে যেতে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করবে না মোদীর বিমান

আগামী ১৬ জুন ইংল্যান্ড আয়োজিত এবারের ক্রিকেট বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের খেলা। বিজ্ঞাপনে অভিনন্দনের মতো দেখতে লোকটি, যাঁরও অভিনন্দনের মতোই গোঁফ রয়েছে, তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমি দুঃখিত, আমি আপনাদের এ বিষয়ে কিছু বলতে পারব না।'' বিজ্ঞাপনে অবশ্য ওই ব্যক্তিকে ম্যাচ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। নীল জার্সি পরিহিত ওই ব্যক্তির হাতে ধরা ছিল একটি সাদা কাপ।

Advertisement

সংস্থার অধিকর্তা হতে দিতে হবে পরীক্ষা, মোদীর নয়া কর্পোরেট শুদ্ধিকরণ পরিকল্পনা

আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা টুইট করেন, ‘‘আমাদের হিরো অভিনন্দনকে ব্যঙ্গ করাটা পাকিস্তানেক এক লজ্জাজনক কাজ। আমাদের উচিত প্রতিশোধ নেওয়া'' আর এক জন টুইটারে লেখেন, ‘‘অন্তত কফি কাপটা বাঁচিয়ে রাখুন। আপনারা তো বিশ্বকাপ সামলাতে পারেন না।''

Advertisement

OmPraka09914564 নামের এক টুইটার ব্যবহারকারী ল‌েখেন, ‘‘পাকিস্তানের অধিকার নেই অভিনন্দনকে ব্যঙ্গ করার। পাকিস্তানকে বিশ্বকাপে খেলতে সংগ্রাম করতে হয়েছে। ভারতের রয়েছে অপ্রতিরোধ্য সব খেলোয়াড়।''

hellopravi নামের আর এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘‘পাকিস্তান মেনে নিচ্ছে একমাত্র কাপ যেটা তারা জিততে পারে সেটা এই চায়ের কাপ।''

Advertisement