দল জেতার পর উচ্ছ্বসিত ম্যাক্রোঁর প্রতিক্রিয়াকে অভিনন্দনে ভরিয়ে দেয় নেটিজেনরা
ক্রোয়েশিয়াকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ ফুটবলের ট্রফি নিজেদের ঘরে তুলল ফ্রান্স। গোটা দেশ যে এই জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে যাবে, বিশ্বের সব প্রান্তের সব ফরাসিরা যে আনন্দে দু’দিন ঘুমোতে পারবে না, কেবলই গেয়ে যাবে গান সবাই মিলে একসঙ্গে, তা খানিকটা আন্দাজই করা যায়। কিন্তু, যা সহজে আন্দাজ করা যায় না, তেমনই একটি ঘটনা ঘটেছিল ফ্রান্স বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ঠিক পরেই পরশুদিন মস্কোর স্টেডিয়ামে। ভিভিআইপি বক্সে নিজের জন্য নির্দিষ্ট জায়গা থেকে উঠে দু’হাত তুলে নাচতে আরম্ভ করেন ইম্যানুয়েল ম্যাক্রোঁ। 40 বছর বয়সী ফরাসি রাষ্ট্রপতির তুমুল ফুটবল প্রেমের কথা কারও অজানা নয়। কিন্তু সমস্ত প্রোটোকল ভেঙে তিনি যে এমন একটি কান্ড করে বসবেন, তা সম্ভবত কেউই ভাবেনি। ম্যাচ শেষের পর অঝোর বৃষ্টির মধ্যে গোটা ফ্রান্স দলের সমস্ত খেলোয়াড়দের ভিজে সপসপে হয়ে থাকা শরীরটা দিয়ে আন্তরিক আলিঙ্গন করেন তিনি। ম্যাচ শেষের পর খেলোয়ারদের সঙ্গে ড্রেসিংরুমে গিয়ে ‘ড্যাব’ করারও চেষ্টা করেন তিনি। নেট দুনিয়া তাঁর এই প্রবল উৎসাহী ভঙ্গিকে প্রশংসায় ভরিয়ে দেয়। অভিনন্দনের বন্যায় ভেসে যায় রাষ্ট্রপতির টুইটার অ্যাকাউন্ট।
যদিও, এর মধ্যে কয়েকজন তাঁর ‘খুঁত’ খুঁজে পেয়েছেন। যেমনভাবে, সব জায়গাতেই কিছু মানুষ থেকেই যায়… গত মাসে তাঁকে ‘ম্যানু’ বলে ডাকার জন্য এক যুবককে অত্যন্ত তীরস্কার করে তিনি বলেছিলেন, “একটি সরকারি অনুষ্ঠানে এসেছ তুমি। এখানে কী ধরনের ব্যবহার করা দরকার, তা তোমার বোঝা উচিত”, বলেছিলেন তিনি। সেই ঘটনার কথাই আবার তুলে আনলেন তাঁর সমালোচকরা।
Click for more
trending news