কোন গুরুত্বহীন তথ্যটা আপনি মনে রেখেছেন?
অফিসে কাজ করেই মানুষের দিনের অনেকটা সময় কেটে যায়। তার ফল স্বরূপ মানুষ এমন অনেক কিছুই শেখে যা অফিসের বাইরে তাদের আর কোনও কাজেই লাগবে না। আর যেহেতু আমাদের স্মৃতিশক্তি ক্ষয় হয় না তাই এই সব কিছুই জমা হতে থাকে। এখন একজন টুইটার ব্যবহারকারী একটা সাধারণ প্রশ্ন উত্থাপন করেছেন টুইটারে সকলের সামনে, যেখানে তিনি প্রশ্ন করেছেন অফিসে যে সব হাবিজাবি কাজগুলো তারা শেখেন সেগুলো বাইরে কী কাজে লাগে? ঘরের ভিতর আসবাব কীভাবে ঢোকাতে হয় বা কোন মাছটা স্ত্রী আর কোনটা পুরুষ এই জাতীয় বেশ কিছু হাবিজাবি তথ্য বিভিন্ন মানুষ শিখেছেন তাদের কর্মসূত্রে।
এই সব কিছুর শুরু হয় যখন একজন টুইটার ব্যবহারকারী প্রশ্ন করেন, “আমরা যেসব হাবিজাবি জিনিসগুলো নিজেদের বর্তমান বা প্রাক্তন চাকুরিসূত্রে জানতে পেরেছি সেগুলো আমাদের কোন কাজে লেগেছে? আমার ভান্ডারে টফি তৈরির রেসিপি, এয়ার কন্ডিশনারের উদ্ভট সিরিয়াল কোড, শুটিং স্ক্রিপ্ট কেটে ছোট করা, ডায়ালিসিস জল তৈরির প্রাথমিক উপাদান ইত্যাদি তথ্য জমা হয়েছে।“
এক দিনেই এই টুইটে হাজারের বেশি মানুষ লাইক করেছে। বিভিন্ন মানুষ তার প্রশ্নের উত্তর দিয়েছেনঃ
বেলুন ফোলানো থেকে শুরু হয়েছে
কুকুরের ব্রিড
ঘরে আসবাব ঢোকানোর উপায়
বারকোড পড়া
মানুষ অনেক অপ্রয়োজনীয় তথ্য জমিয়ে রেখেছে নিজের মধ্যে
তবে বেশ কিছু তথ্য সত্যিই ভীষণ উপকারী
আশা করি আপনি প্রয়োজনীয় জিনিসগুলো মনে রেখেছেন!
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)Click for more
trending news