হাইলাইটস
- ভারতীয় বায়ুসেনার হামলার ঘটনায় টুইটারে রিয়্যাকশন উপচে পড়ছে
- হ্যাশট্যাগ দিয়ে ইন্ডিয়ান এয়ার ফোর্স, ইন্ডিয়া স্ট্রাইকস ব্যাক লেখা হচ্ছে
- এই প্রথম বার ভারতীয় বায়ুসেনা এলওসি পেরিয়ে আঘাত হানল
পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার হামলার ঘটনায় টুইটার ও বাকি সোশ্যাল মিডিয়ায় রিয়্যাকশন উপচে পড়ছে। হ্যাশট্যাগ দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক টু লেখা ভাইরাল হয়ে পড়ছে।
হ্যাশট্যাগ দিয়ে ইন্ডিয়ান এয়ার ফোর্স, ইন্ডিয়া স্ট্রাইকস ব্যাক এবং বালাকোট লেখাও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।
একজন টুইট করেছেন, ‘‘প্রতিশোধ এমনই একটা পদ যা মাঝরাতে ঠান্ডার মধ্যেই পরিবেশন রা উচিত।''আরেকজন গর্বিত ভারতীয় এবং ‘খেলাপ্রেমী' ভারতীয় বায়ুসেনার সঙ্গে ক্রিকেটের তুলনা করেছেন। তিনি একটি ছবি শেয়ার করেন যেখানে লেখা, ‘‘আরও একবার কী হয়েছে না জেনেই পাকিস্তানিরা রান আউট হয়ে গেল।''
আরেক জন হ্যাশট্যাগ সার্জিক্যাল স্ট্রাইক টু দিয়ে লিখেছেন, ‘হাউ ইস দ্য জোশ? হাই স্যার.. হাউ ইস দ্য জইশ? ডেড স্যর।''
একজন টুইটারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি দিয়ে মজাচ্ছলে লিখেছেন, ‘‘বায়ুসেনার হামলার পরে উনি এখন চেকআপ করাচ্ছেন।''
এই প্রথম বার ভারতীয় বায়ুসেনা এলওসি পেরিয়ে আঘাত হানল। এমনকী ১৯৯৯ সালে কার্গিলের যুদ্ধের সময়েও কিন্তু বায়ুসেনা সীমান্ত পেরিয়ে আঘাত হানেনি।
পুলওয়ামা-কাণ্ডের গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, এর যথাযথ শাস্তিবিধান করা হবে।
পুলওয়ামা-কাণ্ডের পরে গোটা বিশ্ব ভারতের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছিল।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)