১৬ লক্ষ টাকা মূল্যের সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুই বাংলাদেশি নাগরিক (ছবি প্রতীকী)
আগরতলা: ১৬ লক্ষ টাকা মূল্যের সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুই বাংলাদেশি নাগরিক ত্রিপুরাতে। মঙ্গলবার এই কথা জানালেন অভিবাসন দফতরের এক কর্তা। “আব্দুল রতিফ (৫৫) ও মিজানুর রহমান (৪৮) বাংলাদেশ থেকে এসেছিল এবং সোমবার রাতে একটি বেসরকারি বিমানে করে কলকাতায় আসার চেষ্টা করছিল”, সংবাদসংস্থা আইএএনএসকে জানান ওই কর্তা। তিনি বলেন, “কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর সদস্যরা ১০০ গ্রাম ওজনের পাঁচটি সোনার বিস্কুট সহ বিমানবন্দর থেকে আটক করে ওই দুই অভিযুক্তকে”, বলেন তিনি। যদিও, এখনও পর্যন্ত ওই দুই অভিযুক্তকে সরকারিভাবে গ্রেফতার করা হয়নি। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আগে আইনি বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ "একটা কাগজের প্লেনও বানাতে পারবে না অনিল আম্বানি", রাফাল নিয়ে তোপ রাহুল গান্ধীর
প্রসঙ্গত, সম্প্রতি জালনোট ও সোনা এই দুই বস্তুর পাচারের জন্য পশ্চিমবঙ্গ ও তার এই প্রতিবেশি রাজ্যটি থেকে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)