কলকাতা: রয়্যাল ভুটান সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক সহ দুই ভুটানির কাছ থেকে উদ্ধার হল রয়্যাল বেঙ্গল টাইগারেরে চামড়া ও হাড়গোড়। বুধবার বন বিভাগের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় ওই দু'জনের কাছ থেকে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া এবং বাঘের হাড়গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
কলকাতা থেকে উদ্ধার কোটি টাকারও বেশি মূল্যের কয়েক কেজি হাতির ও বাঘের দাঁত!
একটি প্রাপ্তবয়স্ক বাঘের ১৪ ফুট লম্বা চামড়া এবং এর ১১০ টি হাড় হাশিমারায় তল্লাশি চালাতে গিয়ে আটক করা হয় বলে জানিয়েছেন জেলার ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা সঞ্জয় দত্ত।
ফের হলুদ-ডোরাকাটা আতঙ্ক, সুন্দরবনে বাঘে টেনে নিয়ে গেল কাঁকড়া ধরতে আসা ব্যক্তিকে
“অভিযুক্তরা আসাম থেকে বাঘের ওই চামড়াটি নিয়ে এসেছিল। এবং তাঁদের উদ্দেশ্য ছিল কাঠমান্ডুতে গিয়ে ৩২ লক্ষ টাকায় ওই চামড়া বেচে দেওয়া,” জানান সঞ্জয়। বাঘের চামড়ায় বুলেটের চিহ্ন থেকে বোঝা গিয়েছে গুলি করে বাঘটিকে মেরে তার চামড়া খুলে নেওয়া হয়েছে।
সঞ্জয় দত্ত জানান, “জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা ওই পাচারকারী দলের সঙ্গে জড়িত আরও বেশ কিছু লোকের নাম প্রকাশ করেছেন।”
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)