This Article is From Apr 22, 2019

রিহ্যাবে মারধর শিশুদের, ঘটনার ভিডিও আসার পর অভিযোগ দায়ের

গত ২০ এপ্রিল একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছিল এক মহিলা নির্মমভাবে প্রহার করছে রিহ্যাবিলিটেশন সেন্টারের দুই আবাসিক নাবালককে।

রিহ্যাবে মারধর শিশুদের, ঘটনার ভিডিও আসার পর অভিযোগ দায়ের

পুলিশ জানায়, ওই রিহ্যাবের ম্যানেজারই নির্মমভাবে মারধর করে শিশুদের।

আলোয়ার:

শিশুদের জন্য তৈরি একটি রিহ্যাবিলিটেশন সেন্টারের দুজন শিশুকে ভয়ানকভাবে মারধর করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলোয়ারে। গত ২০ এপ্রিল একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছিল এক মহিলা নির্মমভাবে প্রহার করছে রিহ্যাবিলিটেশন সেন্টারের দুই আবাসিক নাবালককে। সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই চারিদিকে ছিছিক্কার পড়ে যায়। সোশ্যাল মিডিয়াতেও ওই মহিলার অবিলম্বে শাস্তির দাবি নিয়ে সরব হন বহু মানুষ। পুলিশ জানিয়েছে, ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই মহিলা ভয়ঙ্করভাবে চেঁচিয়ে উঠছেন ওই দুই শিশুর ওপর, তারপর প্রবল মারধর শুরু হয়ে যাচ্ছে। কিন্তু কে এই মহিলা?

উত্তর দেন আলোয়ারের সাব ইনস্পেক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবাদসংস্থা এএনআই'কে তিনি বলেন, “আমরা তদন্ত করার পর জানতে পেরেছি, ‘ঠাকুরদাস শিক্ষাসমিতি বাল গৃহ' নামের ওই সেন্টারের ম্যানেজারই অমন নির্মমভাবে মেরেছে ওই দুই শিশুকে। সেই ছবিই উঠে এসেছে ভাইরাল হওয়া ভিডিওটিতে”।

আপাতত তদন্তপ্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.