This Article is From Nov 26, 2019

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গুর শিকার ২, মৃতের সংখ্যা বেড়ে ২৫

জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যে ৪০,০০০ মানুষ আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। রাজ্যের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক একথা জানিয়েছেন।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

রাজ্যে ডেঙ্গুতে মৃতের (Dengue Related Deaths) সংখ্যা দাঁড়াল ২৫। (প্রতীকী)

গত ২৪ ঘণ্টায় রাজ্যে (West Bengal) আরও দু'জনের মৃত্যু হল ডেঙ্গুতে (Dengue)। এবছরের জানুয়ারি থেকে ধরলে রাজ্যে ডেঙ্গুতে মৃতের (Dengue Related Deaths) সংখ্যা দাঁড়াল ২৫। রাজ্যের স্বাস্থ্য দফতরের এক বর্ষীয়ান আধিকারিক একথা জানিয়েছেন মঙ্গলবার। সোমবার রাতে শ্যামবাজার অঞ্চলের বাসিন্দা এক পনেরো বছরের কিশোরী মারা গিয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিকে মৃত্যু হয়েছে ২৯ বছরের এক গৃহবধূরও। তিনিও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন।

পনেরো বছরের দেবাংশী মণ্ডলের মৃত্যুর পর আরজি কর হাসপাতালের দেওয়া মৃত্যু শংসাপত্রে শ্যামপুকুর অঞ্চলের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাংশীর মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে ডেঙ্গুর কথা।

অন্যদিকে নিউ টাউনের নারকেলবাগান এলাকার বাসিন্দা গৃহবধূ ফরজিনা বেগম সোমবার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর কারণ হিসেবেও ডেঙ্গুর কথাই লেখা হয়েছে মৃত্যু শংসাপত্রে।

Advertisement

জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যে ৪০,০০০ মানুষ আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। রাজ্যের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক একথা জানিয়েছেন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement