This Article is From Jul 31, 2019

প্রায় একই সাথে শহর থেকে উদ্ধার হল ৪ প্রৌঢ়-প্রৌঢ়ার মৃত দেহ, শহর জুড়ে আতঙ্কের ছায়া

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মুরলিধর শর্মা আরও জানান, দুজনেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

প্রায় একই সাথে শহর থেকে উদ্ধার হল ৪ প্রৌঢ়-প্রৌঢ়ার মৃত দেহ, শহর জুড়ে আতঙ্কের ছায়া

দম্পতির নীচের তলায় ভাড়া নিয়ে চালানো ব্যবসায়ীতে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। (প্রতীকি ছবি)

কলকাতা:

দক্ষিণ কলকাতায় দু-জোড়া খুনের খবরে চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার। নরেন্দ্রপুরের দোতলা বাড়ির ঘর থেকে প্রবীণ দম্পতি দিলীপ মুখোপাধ্যায় ও স্বপ্না মুখোপাধ্যায় রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার(ক্রাইম) মুরলিধর শর্মা। একতলার দরজার কাছে গলায় দড়ি বাঁধা এবং গলায় পাইপ বিদ্ধ দেহ উদ্ধার হয় স্বপ্না মুখোপাধ্যায়ের। একটি ঘর থেকে তাঁর স্বামীর দেহ উদ্ধার করা হয়। মুরুলিধর শর্মা বলেন, “সম্ভবত এটি গতরাতের ঘটনা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ঘরে দুই বা একজন লোক ঢুকেছিল। পুরো বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।  ঘটনাস্থল পরীক্ষা করে দেখছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা”।

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মুরলিধর শর্মা আরও জানান, দুজনেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেই জানান তিনি। দম্পতির নীচের তলায় ভাড়া নিয়ে চালানো ব্যবসায়ীতে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

নিঃসন্তান ওই দম্পতির বাড়িতে পরিচারিকা জানিয়েছেন, সম্ভবত কোনও প্রমোটার, বাড়িচি বিক্রি করার জন্য তাঁদের হুমকি ফোন করছিল। তিনি আরও বলেন, “তাঁরা দুজনেই খুব ভাল মানুষ ছিলেন, তাঁদের দেখাশোনা করার কেউ ছিল না”।

অন্য একটি ঘটনায় নরেন্দ্রপুরের একটি বাড়ির শৌচাগারে প্রদীপ বিশ্বাস ও তাঁর স্ত্রী আলপনাদেবীর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন দম্পতি। বাড়ির মালিক মধ্যবয়সী ওই দম্পতির সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তা পারেননি। এরপরেই প্রদীপ বিশ্বাসের ভাই জয়কে খবর দেন।

ওই বাড়িতে গিয়ে দম্পতির দেহ উদ্ধার করেন প্রদীপ বিশ্বাসের ভাই জয়। এরপরেই পুলিশে খবর দেন জয়। রক্তাক্ত একটি সুটকেস থেকে দুর্গন্ধ বের হচ্ছিল বলে জানায় পুলিশ।  দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.