This Article is From Oct 15, 2018

শহরের দুই পুজোয় উঠে এল চিতরগড়ের কেল্লা

গত বছর আগে পদ্মাবত ছবি  মুক্তির সময় দেশের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলায় ছবি  মুক্তি ঘিরে  কোনও অশান্তি হবে না।

শহরের দুই পুজোয়  উঠে এল চিতরগড়ের  কেল্লা

কলকাতার দুই প্রান্তের মণ্ডপে  তুলে ধরা হয় সেই চিতরগড়ের কেল্লা।

হাইলাইটস

  • পদ্মাবত ছবি মুক্তির সময় দেশের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে
  • মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলায় ছবি মুক্তি ঘিরে কোনও অশান্তি হবে না
  • কলকাতার দুই প্রান্তের মণ্ডপে তুলে ধরা হল সেই চিতরগড়ের কেল্লা
কলকাতা:

গত বছর আগে পদ্মাবত ছবি  মুক্তির সময় দেশের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলায় ছবি  মুক্তি ঘিরে  কোনও অশান্তি হবে না। আর হয়েওছিল  তাই । এবার পুজোয়  কলকাতার দুই প্রান্তের মণ্ডপে  তুলে ধরা হল সেই চিতরগড়ের কেল্লা। একদিকে পূর্ব কলকাতার শ্রীভূমি এবং  মধ্য কলকাতার  মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ এখন যেন এক টুকরো রাজস্থান। কিন্তু এতকিছু থাক এই চিতরগড়ের কেল্লা কেন? শ্রীভূমি  স্পোর্টিং ক্লাবের কর্তা তথা  তৃণমূল বিধায়ক সুজিত  বসু জানালেন পদ্মাবত মুক্তির সময় অশান্তি চরমে উঠেছিল। সিনেমা হলে ভাঙচুর থেকে  পরিচালককে হেনস্থা, হয়েছিল সবই। এগুলো যে  হওয়া উচিত নয় সেটা বোঝাতেই এমন উদ্যোগ। পাশাপাশি আমরা এটাও বলতে চাই বাংলা এ ধরনের সংস্কৃতির বিরোধিতা  করে।

এদিকে এবার স্বর্ণজয়ন্তী পূর্ণ করল মহম্মদ আলি পার্ক। সেখানেও  তুলে  ধরা  হল চিতরগড়  কেল্লা। এই  পুজোর  কর্তা  অশোক ওঝা জানালেন ইতিহাসকে স্মরণ  করিয়ে  দিতেই  নেওয়া  হয়েছে এমন উদ্যোগ। শ্রীভূমির সঙ্গে তাঁদের পুজোর থিম এক  হয়ে যাওয়া  প্রসঙ্গে প্রশ্নের উত্তরে অশোক বলেন এটা একেবারেই  কাকতালীয় ঘটনা। প্রতিটি পুজো কমিটিই কিছু  নির্দিষ্ট চিন্তা ভাবনা থেকে ধারনাকে সামনে রেখে প্যান্ডেল সাজায়। প্রত্যেকেই চায় দর্শকদের মধ্যে শিল্প ও কলার  বিষয় আগ্রহ জাগিয়ে  তুলতে।                                          

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.