This Article is From May 24, 2020

দেখতে জিরাফের মতো, কিন্তু জিরাফ নয়! আশ্চর্য জানোয়ারের ভিডিও হল ভাইরাল

ভিডিওটি দেখে একজন লেখেন, ‘‘আমার বিশ্বাস হচ্ছে না, এমন জানোয়ারও রয়েছে!’’

দেখতে জিরাফের মতো, কিন্তু জিরাফ নয়! আশ্চর্য জানোয়ারের ভিডিও হল ভাইরাল

জিরাফের মতোই দেখতে এই প্রাণীগুলিকে।

জিরাফের মতো দেখতে এই জানোয়ারদের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, তাদের গোটা বিশ্ব গেরেনুকস (Generuks) নামে চেনে। সম্প্রতি ভারতীয় বন বিভাগের আধিকারিক প্রবীণ কাসবান গেরেনুকসদের একটি ভিডিও শেয়ার করেন তাঁর টুইটার হ্যান্ডলে। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, জিরাফের মতোই মাথাটা উঁটু করে গাছের পাতা খাচ্ছে জানোয়ারগুলি। ভিডিওটি শেয়ার করার সময় প্রবীণ লেখেন, ‘‘এই দু'টি মিষ্টি গেরেনুকস। এরা ডেটে এসেছে। এদের মধ্যে একজন পুরুষ। সে মহিলা সঙ্গীটিকে প্রভাবিত করতে চাইছে।''

৪৩ সেকেন্ডের ভিডিওটি বুধবার শেয়ার করেছিলেন প্রবীণ কাসবান। এরই মধ্যে ১৩,০০০ বার দেখা হয়েছে ভিডিওটি। জমা পড়েছে নানা মজাদার কমেন্ট।

একজন ইউজার কমেন্ট করেছেন, ‘‘এমন সুন্দর ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ। আমি কখনও এমন জানোয়ার দেখিনি। কিছু শুনিওনি। এমন সুন্দর জানোয়ারের সঙ্গে আমাদের পরিচয় করানোর জন্য ধন্যবাদ।'' আর একজন লেখেন, ‘‘আমার বিশ্বাস হচ্ছে না, এমন জানোয়ারও রয়েছে!''

Click for more trending news


.