This Article is From Aug 12, 2018

পাটনার হোমে মৃত্যুর খবর পুলিশকে না জানানোর অভিযোগ

হোমে মানসিক ভারসাম্যহীন দুই মহিলার মৃত্যু হল। নিয়ম মেনে ময়নাতদন্তও হল। কিন্তু কিছুই জানল না পুলিশ।

পাটনার হোমে মৃত্যুর খবর পুলিশকে না জানানোর অভিযোগ

মৃতদের ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

হাইলাইটস

  • হোমে মৃত্যুর খবর প্রশাসনকে জানানো হয়নি বলে অভিযোগ
  • দুজনের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে
  • হোমের কর্মী এবং আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
পাটনা:

হোমে মানসিক ভারসাম্যহীন দুই মহিলার মৃত্যু হল। নিয়ম মেনে ময়নাতদন্তও হল। কিন্তু পুলিশ প্রশাসন কিছুই জানল না। পাটনার একটি সরকারি হোমের আবাসিকদের বিরুদ্ধে এমন অভিযোগই উঠেছে। জানা গিয়েছে অসুস্থ হয়ে পড়ায়  দুই আবাসিককে শুক্রবার রাতে হাসপাতালে নিয়ে যান হোমের আধকারিকরা। কিন্ত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে আছে এক নাবালিকাও। এরপর আজ হোমেরই কেউ ফোন করে বিষয়টি জানায়। গোটা ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হোমের কর্মী এবং আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।    

ঘটনা সম্পর্কে পাটনার যুগ্ম কমিশনার মনোজকুমার শুধাংশু জানিয়েছেন কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে দুরকমের বক্তব্য উঠে আসছে। হোমের তরফে বলা হচ্ছে কয়েকদিন ধরে ওই দু'জনের চিকিৎসা হচ্ছিল। তারই মাঝে মৃত্যু হয়েছে। কিন্ত হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দু'জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। কোনটা সত্যি তা খতিয়ে দেখা হচ্ছে।

मुज़फ़्फ़रपुर बालिका गृह कांड के बाद अब पटना के आसरा शेल्टर होम की दो युवतियों की मौत।

शेल्टर होम ने मौत की जानकारी पुलिस को नहीं दी।

नीतीश कुमार जी लोकसभा सीटों के तालमेल और ब्लैकमेलिंग में व्यस्त है।

नैतिकता पानी भरने बंगाल की खाड़ी के गहरे पानी में डुबकी लगा रही है।

মাত্র কয়েকদিন আগে মুজফফরপুরের একটি সরকার পোষিত সবেচ্ছাসেবী সংস্থায় তিরিশ জন বালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। তারপর এই ঘটনা প্রকাশ্যে আসায় চাপ বাড়ল বিহাররে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ওপর। সেই ঘটনায় সুর চড়িয়েছিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।    

 

 

 

 

.