हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 27, 2019

জেলের বন্দির হাতে পিস্তল! ‘‘আসল নয়, মাটির তৈরি’’, জানাল সরকার

জেলের মধ্যে দেশি পিস্তল হাতে সাজাপ্রাপ্ত বন্দি! হ্যাঁ, এমনটাই দেখা গিয়েছে একটি ভিডিওয়। অবশেষে আধিকারিকরা জানালেন, ওই পিস্তল আসল নয়, নকল। মাটির তৈরি।

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • জেলের মধ্যে দেশি পিস্তল হাতে সাজাপ্রাপ্ত বন্দি! ভিডিও দ্রুত ভাইরাল।
  • আধিকারিকরা জানালেন, ওই পিস্তল আসল নয়, নকল। মাটির তৈরি।
  • সেটা এত ‘আসল’-এর মতো দেখাচ্ছে তার কারণ ওই দুই বন্দির একজন দারুণ ছবি আঁকে।
লখনউ:

জেলের মধ্যে দেশি পিস্তল (Pistol) হাতে সাজাপ্রাপ্ত বন্দি (Inmate)! হ্যাঁ, এমনটাই দেখা গিয়েছে একটি ভিডিওয়। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাও জেলার জেলের ওই ভিডিও দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় সমালোচনা। এরপরই বুধবার আধিকারিকরা জানালেন, ওই পিস্তল আসল নয়, নকল। মাটির তৈরি। আর সেটা এত ‘আসল'-এর মতো দেখাচ্ছে তার কারণ ওই দুই বন্দির একজন দারুণ ছবি আঁকে। এরই পাশাপাশি বিতর্ক ঘনিয়েছে ওই বন্দিদের পরিবেশিত খাবার নিয়েও। তারও উত্তর দিয়েছে জেল প্রশাসন। পুলিশ দফতর জানিয়েছে, ওই দুই বন্দির নাম অমরীশ ও গৌরব প্রতাপ সিংহ। গৌরবকে অঙ্কুর নামেও ডাকা হয়। ২৩ জুন ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

দিল্লির কাছে কংগ্রেস নেতা বিকাশ চৌধুরীকে গুলি বিদ্ধ করা হল

অতিরিক্ত অধিকর্তা (বন্দি) আনন্দ কুমার বিষয়টিকে ‘গুরুতর' আখ্যা দিয়ে জানান, ‘‘তদন্তে উঠে এসেছে কয়েকজন জেল আধিকারিক ওই বন্দিদের সঙ্গে অশুভ আঁতাত করে জেল প্রশাসনকে চাপ দিতে ওই পরিকল্পনা করেছে। জানা গিয়েছে, হেড জেল ওয়ার্ডার মাতা প্রসাদ ও হেমরাজ, জেল ওয়ার্ডার অবধেশ সাহু এবং সেলিম খান ওই চক্রান্তের সঙ্গে যুক্ত। আইন অনুযায়ী ওঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।''

আয়লান কুর্দির স্মৃতি উস্কে দিল শরণার্থী বাবা আর শিশুর মৃতদেহ; ভাবাচ্ছে ট্রাম্পের নীতি

Advertisement

আনন্দ কুমার এও জানান, ভিডিওটি ফেব্রুয়ারি মাসের। বন্দিদের শীতকালীন পোশাক পরে থাকতে দেখা যাচ্ছে।

গৌরব খুব ভালো ছবি আঁকে। তার নিপুণ নির্মাণশৈলীতে মাটির বন্দুককেই আসলের মতো দেখাচ্ছে। একথা জানিয়ে আনন্দ কুমার এও জানান, ‘‘এছাড়াও, যে খাবার দেখা যাচ্ছে ভিডিওয়, তা বন্দিদের জন্য প্রদত্ত রোজকার খাবার। এর মধ্যে কোনও খাবারই বাইরে থেকে আনানো হয়নি। তা নিষিদ্ধ।''

Advertisement

খুন ও ডাকাতির জন্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অমরীশ মীরাটের বাসিন্দা। তাকে মীরাট থেকে উন্নাও জেলে আনা হয়েছে। রায়বেরিলির গৌরব জেল খাটছে খুন ও ডাকাতির জন্য। লখনউ থেকে তাকে এই জেলে নিয়ে আসা হয়েছে।

Advertisement