Read in English தமிழில் படிக்க
This Article is From Aug 15, 2018

ঘুম থেকে উঠে মাথার কাছে চিতাবাঘের শাবককে ঘুমাতে দেখতে পেল দুই শিশু

দুই সন্তানের মা তাদের মাথার কাছে মশারির ভিতর চিতাবাঘের শাবকটিকে ঘুমিয়ে থাকতে দেখেন।

Advertisement
অফবিট

সম্ভবত ভোর বেলা শাবকটি বাড়ির ভিতর চলে আসে। (ছবি প্রতীকী)

মহারাষ্ট্রের নাসিক জেলায় একটা চিতাবাঘের শাবক একটা বাড়ির ভিতরে ঢুকে মশারির ভিতরে ঘুমন্ত দুই শিশুর মাথার কাছে চলে আসে। সকালে ওই শিশুদের মা এসে ঘটনাটা দেখতে পান।

ইগাতপুরি তালুকা অঞ্চলের ধামানগাঁও এলাকার আদিবাসী অধ্যুষিত অঞ্চলে ঘটনাটা ঘটেছে বলে জানা যায়।

বনদপ্তরের আধিকারিক গোরক্ষনাথ যাদব জানান, মনীষা বারদের বাড়িতে তিন মাসের ওই চিতাবাঘের অন্ধকারে শাবকটি ঢুকে পরে এবং বাড়ির দরজা খুলে তিনি ঘটনাটা দেখতে পান।

“সকাল সাড়ে পাঁচটা নাগাদ বারদে তাঁর দুই সন্তানের মাথার কাছে মশারির ভিতর শাবকটিকে ঘুমিয়ে থাকতে দেখেন। তাঁর সন্তানরা মাঠে মশারি টাঙিয়ে শুয়ে ছিল। তিনি শাবকটিকে না বিরক্ত করে নিজের শিশুদের সাবধানতার সঙ্গে বাইরে বের করে নেন। তারপর তিনি গ্রামবাসীদের সতর্ক করে দেন”, জানান যাদব।

Advertisement

যাদব আরও জানান, বন দপ্তরের একদল আধিকারিক বারদের বাড়িতে উপস্থিত হয়ে শাবকটিকে উদ্ধার করে এবং তাঁদের স্থানীয় অফিসে নিয়ে যান।

প্রয়োজনীয় পদ্ধতি অবলম্বনের পর শাবকটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement