ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির, অন্য জন মারা যান হাসপাতালে
মালদহ: ফের মালদহে ৩৪ নম্বর জাতীয় সড়কে বড় রকমের পথ দুর্ঘটনার জেরে প্রাণ হারালেন দু'জন। আহত অন্তত আরও ৪০ জন। পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি সরাসরি রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। তখনই অন্য একটি গাড়ি পিছন থেকে এসে সেই গাড়িটিকে ধাক্কা মারে।
কড়া নিরাপত্তার মধ্যে আজ বাংলাদেশে ভোট, জিতলে ইতিহাস গড়বেন হাসিনা
শুক্রবার রাতে গজল পুলিশ স্টেশনের আওতাধীন এলাকায় এই পথ দুর্ঘটনাটি ঘটে। একটি শ্মশানযাত্রা সেরে তিনটি ভ্যান তখন প্রায় এক একটিতে ৩০ জন করে যাত্রীকে নিয়ে গোবিন্দপুর গ্রামে ফিরছিল।
প্রথম ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। দ্বিতীয় গাড়িটিও একই ভাবে প্রথম গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে, বলে জানিয়েছেন এক পুলিশ অফিসার।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ফ্লেক্সি ডিপোজিট অ্যাকাউন্ট, জেনে নিন সমস্ত তথ্য
ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়। আর একজনকে গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। তবে দুর্ঘটনায় আহত বাকিদের ওই হাসপাতালেই চিকিৎসা চলছে বলে অফিসার জানিয়েছে।
আরও খবর দেখুন এখানে