This Article is From Apr 17, 2018

পাকিস্তানে চার্চের বাইরে ফায়ারিং, 2 জনের মৃত্যুর 5 জন আহত

পুলিশের উপমহানিরীক্ষক আব্দুর রজাক চিমা রবিবার বলেছেন যে, কিছু অপরিচিত বন্দুক ধারী এসে বালুচিস্তানের রাজধানীতে খ্রিষ্টান অধ্যুষিত অঞ্চলে গোলাগুলি চালিয়েছে.

Advertisement
ওয়ার্ল্ড
नई दिल्ली: নতুন দিল্লী: পাকিস্তানের কোয়েটাতে আজ  বাইকে করে দুষ্কৃতীরা এসে এক চার্চের সামনে হামলা করেছে. গুলি বর্ষনের জন্য দু জন প্রাণ হারিয়েছে আর 5 জন আহত.পুলিশের উপমহানিরীক্ষক আব্দুর রজাক চিমা রবিবার বলেছেন যে, কিছু অপরিচিত বন্দুক ধারী এসে বালুচিস্তানের রাজধানীতে খ্রিষ্টান অধ্যুষিত অঞ্চলে গোলাগুলি চালিয়েছে.
খবরের এজেন্সি এক্সনহুয়া অনুসারে এই ঘটনায় দুইজন মহিলাও আহত হয়েছেন. সমস্ত আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা এখন সঙ্কটের বাইরে.

পুলিশ জানিয়েছে যে, এই ঘটনা ঘটানোর পড়ে বন্দুকধারীরা এই স্থান ত্যাগ করে পালাতে সক্ষম হয়েছে. এখনো পর্যন্ত কোনো আতঙ্কবাদী সংঠন এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি.

(হেডলাইন ছাড়া, এই খবরটি এনডিটিভি টিম সম্পাদিত করেনি.)

Advertisement
(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
Advertisement