This Article is From Aug 16, 2018

পথ দুর্ঘটনায় উত্তর চব্বিশ পরগনায় মৃত দুই

একই দিনে দুটি  দুর্ঘটনায় দুজনের মৃত্যু হল দু’জনের। উত্তর চব্বিশ পরগনায় বুধবার ঘটনা দুটি ঘটেছে।      

পথ দুর্ঘটনায় উত্তর চব্বিশ পরগনায় মৃত দুই

  পরের ঘটনাটি ঘটেছে ইছাপুরে। 

কলকাতা:

একই দিনে দুটি দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। উত্তর চব্বিশ পরগনায় বুধবার ঘটনা দুটি ঘটেছে।         

 প্রথম ঘটনাটি ঘটেছে হাবড়ায়। ট্রাকের ধাক্কায় প্রাণ গিয়েছে  বাসুদেব ঘোষ নামে এক ব্যক্তির। বছর 55-র এই ব্যক্তি সাইকেলে করে যাচ্ছিলেন। সে সময় তাঁকে ধাক্কা মারে ট্রাকটি।

এর আগে দুটি ভ্যানকেও ধাক্কা  মেরেছিল ওই ট্রাক। পুলিশের অনুমান, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্যই ঘটেছে এমন ঘটনা।  বিপদ বুঝে ট্রাক ফেলে রেখে পালিয়ে যান চালক। তাঁর সন্ধান শুরু করেছে পুলিশ। এই ঘটনায় মোট  চার জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

পরের ঘটনাটি ঘটেছে ইছাপুরে।  সেখানে দুটি মোটর বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে প্রাণ হারান শ্যামসুজ্জামান মণ্ডল নামে এক ব্যক্তি।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.