পুরো টাকাটিই রয়েছে দু’হাজার টাকার নোটে।
কলকাতা: ফের আলোচনায় উঠে এল জাল নোট। বিমুদ্রাকরণ যে কারণগুলির মূলত করা হয়েছিল, তার অন্যতম প্রধান কারণ হল, জাল নোটের যথেচ্ছ ব্যবহার আটকানো। ওই সময়ের পর কেটে গিয়েছে প্রায় বছর দুয়েক।কিন্তু, জাল নোটের কারবারিদের আটকানো সম্ভব হয়নি কিছুতেই। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায়ই খবর আসে জাল নোট উদ্ধারের। এটিএম থেকে বা খোলা বাজারে লেনদেনের সময়েও হাতে চলে আসে জাল নোট। অর্থাৎ, সময় বদলালেও, নীতি বদলালেও, চিত্রটা আসলে তেমনভাবে বদলানো যায়নি এখনও। তা একইভাবে মাথা তুলে রয়ে গিয়েছে। একেবারে ঠিক আগের মতোই। বাংলা-বিহার সীমান্ত থেকে গতকাল দুজন ব্যক্তির কাছ থেকে জাল নোট আটক করেছে পুলিশ। গতকাল সকালের দিকে সূত্র মারফৎ খবর পেয়ে ওই দুই ব্যক্তিকে হরিশ্চন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
মোট এক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। পুরো টাকাটিই রয়েছে দু’হাজার টাকার নোটে। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে তাদের তদন্ত চলছে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)