ওই দুজনের খোঁজ শুরু করেছে পুলিশ। (প্রতীকী ছবি)
হাইলাইটস
- ছাত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে
- মঙ্গলবার ওই দুই যুবক মোটর সাইকেলে করে এসে ছাত্রীর পথ আটকে দাঁড়ায়
- ওই দুই যুবক কোথাও লুকিয়ে থাকতে পারে তাও জানার চেষ্টা হচ্ছে
আগ্রা: দশম শ্রেণির স্কুল ছাত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। আগ্রার কাছে মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। ছাত্রীর শরীরের বেশিটাই পুড়ে গিয়েছে। প্রথমে তাকে স্থানীয় এসএন মেডিক্যাল কলেজে ভর্তি করান হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত এখানেই তার চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে মঙ্গলবার ওই দুই যুবক মোটর সাইকেলে করে এসে ছাত্রীর পথ আটকে দাঁড়ায়। এরপর তার গায়ে পেট্রল দিয়ে লাইটারের সাহায্যে আগুন দিয়ে পালিয়ে যায়। ওই দুজনের খোঁজ শুরু করেছে পুলিশ। কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
হাইকোর্টের নির্দেশ মেনে রথযাত্রার নতুন দিন ঘোষণা করল বিজেপি
এদিকে ছাত্রী সুস্থ না হওয়া পর্যন্ত ঘটনার কারণ সম্পর্কে কোনও স্পষ্ট ধারনা জানতে পারছে না পুলিশ। ঘটনা সম্পর্কে জানতে ছাত্রীর পরিবার থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে কথা বলা হচ্ছে। পাশাপাশি ওই দুই যুবক কোথাও লুকিয়ে থাকতে পারে তাও জানার চেষ্টা হচ্ছে। পালিয়ে যাওয়ার সময় কী তাদের দেখেছিল কিনা সেটা জানার চেষ্টা করছে পুলিশ।