This Article is From Aug 03, 2018

নতুন দুটি হামসফর এক্সপ্রেস পেল বাংলা

আগামী 8 অগস্ট থেকে সাঁতরাগাছি-জবলপুর হামসফর এক্সপ্রেস এবং 11 অগস্ট থেকে সাঁতরাগাছি-পুনে হামসফর এক্সপ্রেস চালু করা হবে।

নতুন দুটি হামসফর এক্সপ্রেস পেল বাংলা

দুটি ট্রেনেই 16’টি এসি থ্রি-টায়ার এবং দুটি লাগেজ ভ্যান থাকবে।

কলকাতা:

নতুন দুটি ট্রেন পেতে চলেছে রাজ্য। আজ দক্ষিণ-পূর্ব রেলের এক মুখপাত্র বলেন, পুনে ও জবলপুরের মধ্যে দুটি সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস চালানো হবে। দক্ষিণ-পূর্ব রেলের মুখপাত্র সঞ্জয় ঘোষ বলেন, আগামী 8 অগস্ট থেকে সাঁতরাগাছি-জবলপুর হামসফর এক্সপ্রেস এবং 11 অগস্ট থেকে সাঁতরাগাছি-পুনে হামসফর এক্সপ্রেস চালু করা হবে।

20828 সাঁতরাগাছি-জবলপুর হামসফর এক্সপ্রেস প্রতি বুধবার রাত 8:25 মিনিট নাগাদ সাঁতরাগাছি থেকে ছাড়বে। জবলপুর পৌঁছবে পরদিন বিকেল 3:55 মিনিট নাগাদ। ফেরার সময় 20827 জবলপুর-সাঁতরাগাছি এক্সপ্রেস ছাড়বে বৃহস্পতিবার রাত 8:55 মিনিট নাগাদ। সাঁরতরাগাছিতে এসে পৌঁছবে পরদিন বিকেল 4:45 মিনিট নাগাদ। বলেন তিনি।

ট্রেনগুলিতে 16’টি এসি থ্রি-টায়ার কোচ থাকবে। এবং থাকবে দুটি লাগেজ ভ্যান। ট্রেনটি থামবে খড়গপুর, টাটানগর, রাউরকেলা, ঝাড়সুগুদা, রায়গড়, বিলাসপুর, শাদল এবং কাটনি দক্ষিণ স্টেশনে।

20822 সাঁতরাগাছি-পুনে হামসফর এক্সপ্রেস প্রতি শনিবার সাঁতরাগাছি থেকে ছাড়বে সন্ধে 6:25 মিনিট নাগাদ। পুনে পৌঁছবে সোমবার রাত 02:45 মিনিটে। ফেরার সময় 20821 হামসফর এক্সপ্রেস পুনে থেকে ছাড়বে প্রতি সোমবার সকাল 10:30 নাগাদ। পরদিন ট্রেনটি সাঁতরাগাছিতে এসে পৌঁছবে সন্ধে 6:15 নাগাদ।

এই ট্রেনটিতেও 16’টি এসি থ্রি-টায়ার এবং দুটি লাগেজ ভ্যান থাকবে। ট্রেনটি থামবে খড়গপুর, টাটানগর, চক্রধরপুর, ঝাড়সুগুদা, বিলাসপুর, রায়পুর, দুর্গ, গোন্দিয়া, নাগপুর, ভুসাওয়াল, কল্যাণ এবং পানভেল স্টেশনে।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.