This Article is From Jun 14, 2019

নাগরিকত্ব তালিকায় নাম তোলার বদলে ঘুষ নিয়ে গ্রেফতার দুই সরকারি অফিসার

নাগরিক তালিকায় (NRC) নাম তোলার বদলে ঘুষ নেওয়ার অভিযোগে দুই সরকারি অফিসারকে গ্রেফার করল অসম পুলিশ

নাগরিকত্ব তালিকায় নাম তোলার বদলে ঘুষ নিয়ে গ্রেফতার দুই সরকারি অফিসার

ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন দুই সরকারি অফিসার

Guwahati:

নাগরিক তালিকায় (NRC) নাম তোলার বদলে ঘুষ নেওয়ার অভিযোগে দুই সরকারি অফিসারকে গ্রেফার করল অসম পুলিশ (Assam police)। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, নাম তুলে দেওয়ার বদলে সরকারি অফিসে বসে সরাসরি ঘুষ নিচ্ছিলেন তাঁরা। 

সোনওয়ালকে অপমানের অপরাধে গ্রেফতার বিজেপি সোশ্যাল মিডিয়া সেলের সদস্য

পড়ুন: সোনওয়ালকে অপমানের অপরাধে গ্রেফতার বিজেপি সোশ্যাল মিডিয়া সেলের সদস্য

পুলিশ সূত্রে খবর, গুয়াহাটির ৮ নম্বর দিসপুর নাগরিকত্ব তালিকা সংশোধনী কেন্দ্রের ফিল্ড অফিসার সয়ৈদ শাহজাহান  কাজরী ঘোষ দত্তের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ হিসেবে চান। কাজরী ঘোষ দত্ত ওই কেন্দ্রে নিজের নাম সংক্রান্ত সংশোধনীর জন্য গিয়েছিলেন বলে খবর। 

এরপরেই অসম দুর্নীতি দমন শাখায় অভিযোগ দায়ের করেন গুয়াহাটির বাসিন্দা কাজরী। প্রশাসনের পরমার্শ মেনে গতকাল ১০ হাজার টাকা হাজিরও হন সংশোধনী কেন্দ্রে। অভিযুক্ত সেই টাকা নেওয়ার সময় হাতানাতে তাকে গ্রেফতার করে অসম প্রশাসন। 

শ্রীমতা দত্ত ওই কেন্দ্রেরই আরেক অফিসার রাহুল পরাশরের নামেও এফআইআর দায়ের করেন অসম দুর্নীতি দমন শাখায়। পরাশরের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তিনিও নাকি এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।  

কাজরীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অসম দুর্নীতি দমন শাখার  অফিসারেরা ঘুষের টাকা এবং বেশ কিছু নথি আটক করেছে এনআরসি সেবা কেন্দ্র থেকে।

প্রসঙ্গত, নাগরিকত্ব বিলের লক্ষ্যই হল বাংলাদেশ সীমান্ত পেরিয়ে আসা অসমে বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা। ২০১৮-র ৩০ জুলাই,  প্রথম এনআরসি খসড়া প্রকাশের পর ৪০.৭ লক্ষ মানুষকে এই তালিকা থেকে বাদ দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল। প্রাথমিক তালিকায় মোট ৩.২৯ কোটি আবেদনপত্রের মধ্যে ২.৯ কোটি মানুষের নাম উঠেছিল।

চূড়ান্ত নাগরিকত্ব তালিকা প্রকাশিত হবে আগামী ৩১ জুলাই। 

যে ব্যক্তির নাম এখনও এনআরসি (NRC)-র তালিকাভুক্ত হয়নি তাঁরা আবেদনপত্রের ভিত্তিতে এনআরসি কর্তৃপক্ষের নির্দেশ সম্বলিত অনুলিপি নিয়ে যেকোনও ট্রাইব্যুনালের কাছে যেতে পারেন।

.