সবমিলিয়ে মেট্রো কর্তার আশ্বাসের পর সমস্যা মেটে কিনা সেটাই দেখার।
কলকাতা: একই মেট্রো পথ কিন্তু ব্যবস্থা দুরকম? নোটবন্দির সময় থেকে কলকাতার মেট্রো স্টেশন গুলিতে ডেবিট কার্ড ব্যবহার করে স্মার্ট কার্ড রিচার্জ করার ব্যবস্থা চালু হয়। নতুন ব্যবস্থা ঘিরে যাত্রীদের মধ্যে আগ্রহও দানা বাঁধে। কিন্তু এখন উত্তর কলকাতার অনেক যাত্রীর দাবি তাঁরা এই সুবিধা পাচ্ছেন না।
শ্যামবাজার বা সেন্ট্রালের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে কার্ড ব্যবহার করে রিচার্জ করা যাচ্ছে না। শুধু তাই নয় তাঁদের আরও দাবি ওই সমস্ত স্টেশনের দায়িত্বে থাকা কর্মীরা জানিয়েছেন এমন ব্যবস্থা চালু হয়েছে শুধু দক্ষিণ কলকাতায়। স্বভাবতই প্রশ্ন ওঠে একই মেট্রো পথে দুরকম ব্যবস্থা চালু থাকে কী করে? একই শহরের মধ্যে যাত্রী পরিষেবায় এমন তারতম্য কীভাবে হতে পারে তা নিয়ে বিস্ময়ও প্রকাশ করেন অনেকে।
যাত্রীদের অভিযোগ অবশ্য মানতে নারাজ মেট্রো কর্তারা। তাঁদের দাবি এমন কোনও নিয়ম নেই। শহরের সব মেট্রো স্টেশনের জন্যই কার্ড সোয়াইপিং মেশিন আনা হয়েছে। আর তাই মেশিন বিকল হয়ে না পড়লে সব স্টেশনেই এই সুবিধা পাওয়া উচিত। কলকাতা মেট্রোর চিফ অপারেশন ম্যানেজার সাত্যকি নাথকে প্রশ্ন করা হলে তিনি বলেন, শহরের কোনও অংশের জন্য আলাদা নিয়ম নেই।
প্রতিটি স্টেশনেই এমন সুবিধা চালু হয়েছে। এখন নোয়াপাড়া এবং কবি নজরুল স্টেশনের মেশিন বিকল হয়েছে। বাকি সমস্ত স্টেশনেই চালু রয়েছে মেশিন। কিন্তু এরকম প্রশ্ন উঠছে কেন সেটা আমরা খতিয়ে দেখবো। ওই সমস্ত স্টেশনের দায়িত্বে যাঁরা আছেন তাঁদের থেকে বিষয়টি জানতে চাইবো। সবমিলিয়ে মেট্রো কর্তার আশ্বাসের পর সমস্যা মেটে কিনা সেটাই দেখার।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)