পৃথক দু’টি ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূম ও আসানসোলে। (প্রতীকী)
পৃথক দু'টি ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূম (Birbhum) ও আসানসোলে (Asansol)। আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত নতুনডিহিতে খুন হলেন বৃদ্ধ কৃষক। অন্যদিকে বীরভূমের দুবরাজপুর থানা এলাকার মহম্মদপুর এলাকায় এক তৃণমূল (TMC) কংগ্রেসের নেতার ঘরে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর।
আসানসোলের মৃত কৃষকের নাম ব্রহ্মানন্দ মাহাতো। হীরাপুর থানার অন্তর্গত নতুনডিহির বাসিন্দা ব্রহ্মানন্দের বয়স হয়েছিল ৬০ বছর। মঙ্গলবার রাতে বাড়ির কাছেই একদল দুষ্কৃতী গুলি চালায় ব্রহ্মানন্দের উপরে। গুলি লাগে তাঁর মাথায়। গুলি লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর মৃতদেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালের মর্গে। ঘটনার পুরে পুরো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
তাইহোকুতে বিমান দুর্ঘটনার পরে নেতাজির কী হয়েছিল? টুইটে প্রশ্ন মমতার
অন্যদিকে, বীরভূমের দুবরাজপুর থানা এলাকার মহম্মদপুর এলাকায় চাঞ্চল্য ছড়ায় এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণকে ঘিরে। বিস্ফোরণে ঘরটি ভেঙে পড়ে। পুলিশ তদন্ত শুরু করে।