হাইলাইটস
- রাশিয়ার দুটি জাহাজে আগুন লেগে ১১ জনের মৃত্যু
- তার মধ্যে ভারতীয়ও আছেন বলে জানা গিয়েছে
- তুরস্ক এবং লিবিয়ার বাসিন্দারা আছে বলেও খবর
মস্কো:
রাশিয়ার দুটি জাহাজে আগুন লেগে ১১ জনের মৃত্যু। তার মধ্যে ভারতীয়ও আছেন বলে জানা গিয়েছে। এছাড়া তুরস্ক এবং লিবিয়ার বাসিন্দারা আছে বলেও খবর। দুটি জাহাজ থেকেই তানজানিয়ার পতাকা উড়ছিল। সূত্রের খবর, আগুন লেগেছে সোমবার। এই দুটি জাহাজের একটির মধ্যে তরল গ্যাস ছিল বলে খবর। তেল দেওয়া নেওয়া করতে গিয়েই লেগে যায় আগুন। স্থানীয় প্রশাসন বলেছে একটি জাহাজে ১৭ জন ছিলেন। তাঁর মধ্যে আট জন ভারতীয় আর বাকিরা লিবিয়ার নাগরিক। অন্যটিতে ছিলেন সাত ভারতীয় সহ ১৫ জন।
এঁদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আর টি নিউজ। রাশিয়া প্রশাসনের মুখপাত্র জানিয়েছে আগে একটি বিস্ফোরণ হয়। সেখান থেকেই ছড়াতে থাকে আগুন। বিপদ বুঝতে পেরে বেশ কয়েকজন নাবিক জলে ঝাঁপ দেন। এ পর্যন্ত ১২ জনের খোঁজ মিলেছে। আর কেউ আছেণ কিনা তা দেখা হচ্ছে।
সমুদ্রে আবহাওয়া পরিস্থিতি খারাপ বলে উদ্ধার কাজেও সমস্যা দেখা দিয়েছে। তাছাড়া উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে যেতেও সমস্যা হচ্ছে। এই জলপথটি রাশিয়া এবং উইক্রেন দুটি দেশের জন্যই খুব গুরুত্বপূর্ণ।