हिंदी में पढ़ें Read in English
This Article is From Nov 28, 2018

এনকাউন্টারে হত্যা করা হল কাশ্মীরের এডিটরের হত্যাকারীকে : সূত্র

রাজ্য পুলিশ ও ভারতীয় সৈন বিভাগের যৌথ প্রচেষ্টার ফলে এই ঘটনা ঘটা সম্ভব হয়েছে

Advertisement
অল ইন্ডিয়া

নাভীদ জাট, 'কাশ্মীর রাইজিং'-এর সুজাত বুখারীকে গুলি করে হত্যা করেছিল

শ্রীনগর:

দুই আতঙ্কবাদীকে কাশ্মীরে এনকাউন্টার করে হত্যা করা হয়েছে।  ঘটনাটি ঘটেছে বুধবার।  নাভীদ জাট, 'কাশ্মীর রাইজিং'-এর সুজাত বুখারীকে গুলি করে হত্যা করেছিল। NDTV -র কাছে পুলিশ এই কথা জানিয়েছে।  

সন্দেহভাজন দুই জঙ্গির ছবি প্রকাশ করে সতর্ক থাকতে বলল দিল্লি পুলিশ

রাজ্য পুলিশ ও ভারতীয় সৈন বিভাগের যৌথ প্রচেষ্টার ফলে এই ঘটনা ঘটা সম্ভব হয়েছে।  আজ সকালে প্রাপ্ত তথ্য অনুসারে বুদ্গম-এর চাট্টেরগাম এলাকায় অভিযান চালানো হয়েছিল।  

এই অঞ্চলের একটি বাড়িতে তিনজন জঙ্গি আত্মগোপন করেছিল। উভয় তরফেই যথেষ্ট গোলাগুলি চলে।  

জম্মু কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টারে মৃত ছয় জঙ্গি

Advertisement

পাকিস্তানের মুলতানের বাসিন্দা ছিল নাভীদ জাট, তাকে গত ২০১৪ সালের জুন মাসে কুলগামার ইয়ারীপোড়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল। রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে যত খুনের ঘটনা ঘটেছে, তার অনেক গুলির সাথেই জড়িত ছিল নাভীদ জাট।    


আরও খবরের জন্য চোখ রাখুন NDTV -তে ।   

Advertisement

দেখুন ভিডিও :

Advertisement