মহরাষ্ট্রে পুরোপুরি ঋণ মকুবের আশ্বাস দিয়েছেন উদ্ধব ঠাকরে
হাইলাইটস
- Sharad Pawar taught us "how to make government with less seats", he said
- Uddhav Thackeray, Sharad Pawar's NCP and Congress formed government
- Sharad Pawar played a key role in forming the Maharashtra alliance
নয়াদিল্লি: "শরদ পাওয়ার আমাকে শিখিয়েছেন কী করে কম আসন সংখ্যা নিয়েও সরকার গড়া যায়",এভাবেই বুধবার বসন্তদাদা সুগার ইন্সিটিউট গিয়ে প্রবীণ ওই রাজনীতিবিদের প্রশংসা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। একমাস হল মহারাষ্ট্রে সরকার গড়েছে শিব সেনা, এনসিপি আর কংগ্রেস জোট। সে রাজ্যে এখন বিরোধী দল বিজেপি। যদিও বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশ দিন কয়েক আগে বিধানসভায় দাঁড়িয়ে খোঁচা দিয়েছিলেন, তারাই বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল। বুধবার সেই খোঁচার জবাব, শরদ পাওয়ারের প্রশংসা করে দিলেন মহারাষ্টের মুখ্যমন্ত্রী বলে জানিয়েছে শিব সেনা। এদিন তিনি প্রবীণ ওই নেতাকে পাশে বসিয়েই বলেন, "কম সংখ্যাকে কীভাবে বাড়িয়ে অনেক বেশি করতে পারি সেটা আমাদের শরদ পাওয়ার শিখিয়েছেন।"
মারাঠা রাজনীতির বিশ্লেষকেরা বলেছেন, শরদ পাওয়ার জোট রাজনীতির কান্ডারি। তিনি দোটানায় থাকা কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিকে রাজি করিয়েছে শিবসেনার সঙ্গে জোট করে সরকারে আসতে। প্রায় দু সপ্তাহের রাজনৈতিক টানাপোড়েনের পর বিজেপিকে হটিয়ে সে রাজ্যে সরকার গড়তে সমর্থ হয় ওই তিনটে দল। কমন মিনিমাম প্রোগ্রামের উপর ভর করে সরকার গড়ে তারা। যদিও এই সরকারের স্থায়িত্ব নিয়ে ক্রমাগত উপহাস করে গেছে বিজেপি। যদিও এদিন ওই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ফের একবার কৃষকদের ঋণ মকুবের কথা ঘোষণা করেন।