This Article is From Jun 21, 2018

@ Cbsenet.nic.in ডাউনলোড করুন; UGC NET 2018 এডমিট কার্ডের জন্য

CBSE UGC NET পরীক্ষার এডমিট কার্ড প্রদান করছে, পরীক্ষা নেওয়া হবে জুলাই 8, 2018 -এ

Advertisement
অল ইন্ডিয়া

UGC NET 2018 এডমিট কার্ডের জন্য @ Cbsenet.nic.in ডাউনলোড করুন

নিউ দিল্লী : CBSE UGC NET পরীক্ষার এডমিট কার্ড প্রদান করছে, পরীক্ষা নেওয়া হবে জুলাই 8, 2018 -এ।এই এডমিট কার্ড ডাউনলোড করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই বছর মাত্র দুটি পেপারের পরীক্ষা হবে। পরীক্ষা প্রদানের জন্য তিন ঘন্টা সময় দেওয়া হবে। এই পরীক্ষা পরিচালনার একমাত্র কর্তৃপক্ষ হল CBSE।


কিভাবে UGC NET 2018 এডমিট কার্ডটি ডাউনলোড করবেন? 

1ধাপ: অফিসিয়াল UGC NET ওয়েবসাইট: www.cbsenet.nic.in.-এ যান।

Advertisement
2ধাপ: 'ডাউনলোড এডমিট কার্ড'-এ ক্লিক করুন। হোম পেজের শেষে লিংক দেখতে পাবেন।

3ধাপ: প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।

Advertisement
4ধাপ: লগইন এবং ডাউনলোড করুন নিজের এডমিট কার্ড।

ডাউনলোড হয়ে যাওয়ার পরে, প্রিন্ট আউট নিতে ভুলবেন না, আপনার প্রদেয় তথ্য গুলি সঠিক কিনা তা ভালো করে দেখে নেবেন। যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে প্রার্থীকে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে তা জানাতে হবে।      

Advertisement
এই পরীক্ষার প্যাটার্ন নির্গত হয়ে গেছে। প্রথম পত্রে 50 টি প্রশ্ন থাকবে। প্রতিটির জন্য 2 নম্বর করে থাকবে। 50 টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রথম পত্রটি এক ঘন্টার মধ্যে শেষ করতে হবে।দ্বিতীয় পত্রটি হবে বিষয় অনুসারে। সেখানে 100 টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকবে। দুই ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করতে হবে।      



Advertisement

 
Advertisement