This Article is From Oct 05, 2019

Durga Puja 2019: পুজোয় মাতল ব্রিটেন, ম্যাডক্স স্কোয়ারের ছায়া বার্কশায়ারে

Kolkata Durga Puja 2019: ইংল্যান্ডের নানা জায়গাতেই মাতৃআরাধনায় ব্রতী মানুষ। এরই মধ্যে বার্কশায়ারের স্লাগের এই মণ্ডপ বিশেষ ভাবে লক্ষণীয়।

Durga Puja 2019: পুজোয় মাতল ব্রিটেন, ম্যাডক্স স্কোয়ারের ছায়া বার্কশায়ারে

Kolkata Durga Puja: ব্রিটেনের স্লাগ টাউনের এক ক্রিকেট মাঠে তৈরি হয়েছে পুজোমণ্ডপ। (প্রতীকী)

লন্ডন:

মা এসেছেন। দুর্গাপুজোর (Kolkata Durga Puja) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। কেবল দেশে নয়, বিদেশেও! ব্রিটেনের স্লাগ টাউনের এক ক্রিকেট মাঠে তৈরি হয়েছে পুজোমণ্ডপ। উদ্দেশ্য কলকাতার ভিড়ে ঠাসা ম্যাডক্স স্কোয়ারের (Maddox Square) পরিবেশকে ফুটিয়ে তোলা। ইংল্যান্ডের (UK) নানা জায়গাতেই মাতৃআরাধনায় ব্রতী মানুষ। এরই মধ্যে বার্কশায়ারের স্লাগের এই মণ্ডপ বিশেষ ভাবে লক্ষণীয়। কেননা সাধারণত প্রবাসের পুজোগুলি হয় কমিউনিটি হল বা হোটেলে। খোলা জায়গায় সাধারণত মণ্ডপ খুঁজে পাওয়া মুশকিল। প্রবাসী বাঙালিদের এক সংগঠন ‘আড্ডা' এই পুজোর আয়োজক। সংগঠকদের অন্যতম প্রসেনজিৎ ভট্টাচার্য এমনটাই জানালেন। পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, রাজস্থান, অসম, গুজরাতের হস্তশিল্প দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ।

Durga Puja 2019: নিজের কেন্দ্র যাদবপুরে পুজো উদ্বোধনে মিমি চক্রবর্তী?

প্রসেনজিৎ ভট্টাচার্য আরও জানাচ্ছেন, বাগবাজার সর্বজনীন, পার্ক সার্কাস সর্বজনীন এবং অবশ্যই ম্যাডক্স স্কোয়ারের মতো পরিবেশ গড়ে তুলতে তৈরি হয়েছে কলকাতা ফুড কোর্ট। সেখানে মিলছে ফুচকা, ভেটকি মাছের চপ, ভেজিটেবল চপ, বিরিয়ানি, চিকেন রোল, মাটন রোল, এগ রোলের মতো খাস কলকাত্তাইয়া খানা।

ম্যাডক্স স্কোয়ারের পুজো কমিটির এক মুখপাত্র বলছেন, ‘‘আমরা খুশি আমাদের কিছু বন্ধু যাঁরা ব্রিটেনে থাকেন, তারা স্লাগে ম্যাডক্স স্কোয়ারের পরিবেশ গড়ে তুলছেন। এর থেকে বোঝা যাচ্ছে আমাদের পুজো একটা ব্র্যা‌ন্ড হয়ে দাঁড়িয়েছে।''

কলকাতার দুর্গাপুজোয় লাভারস পয়েন্ট ম্যাডক্স স্কোয়ারে মানুষের ঢল, দেখুন প্রতিমা

ব্রিটেনের নানা স্থানে যে দুর্গাপুজো হচ্ছে তাতে দেখা গিয়েছে থিমের বৈচিত্র।

উত্তর লন্ডনের লন্ডন দুর্গোৎসবের থিম ‘তোমার দুর্গা আমার দুর্গা'। যা তৈরি হয়েছে সুব্রত পালের লেখা একটি কবিতার উপরে ভিত্তি করে। কমিটির সদস্য মৈ‌নাক রায় জানাচ্ছেন, মহিলাদের, বিশেষ করে ভারতীয় সমাজে কঠোরতার সম্মুখীন হতে হয়। তৎসত্ত্বেও তাঁরা উৎসবের সময় রঙিন, আড়ম্বরপূর্ণ সাজে তাঁরা সজ্জিত হন উৎসবের সময়। সেটাই এই থিমে দেখানো হয়েছে।

এদিকে লন্ডনের সুইস কটেজ ল‌াইব্রেরির দুর্গা প্রতিমা নির্মাণ করেছেন কুমোরটুলির শিল্পী প্রদ্যুৎ পাল। সেখান থেকে বিমানে এদেশে এসেছেন মা দুর্গা। ফাইবারের তৈরি এই দুর্গা প্রতিমা বাংলার সাবেকি ঐতিহ্যের চিহ্ন বহন করছে।

দেখুন ভিডিও

.