This Article is From Jun 27, 2018

দক্ষিণ সুদানে গুলির আক্রমণে মারা গেলেন রাষ্ট্রসংঘের এক বাংলাদেশী শান্তিকর্মী

ওই বিবৃতিতে জানানো হয়, “আশরাফ সিদ্দিকি গুলি খাওয়ার পরেই লুটিয়ে পড়েন এবং প্রায় সঙ্গে সঙ্গেই মারা যান”।

দক্ষিণ সুদানে গুলির আক্রমণে মারা গেলেন রাষ্ট্রসংঘের এক বাংলাদেশী শান্তিকর্মী

দক্ষিণ সুদানের পশ্চিমপ্রান্তে এক বাংলাদেশী শান্তিরক্ষা কর্মীকে গতকাল অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। যে কনভয়ে তিনি ছিলেন, তার ওপর অতর্কিতে আক্রমণ নেমে আসে বলে জানা গিয়েছে। রাষ্ট্রসংঘ মিশনের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।

“লেফটেন্যান্ট কম্যান্ডার আশরাফ সিদ্দিকি নেপালি শান্তিরক্ষাকর্মীদের কনভয়ের নেতৃত্বে ছিলেন। মানবাধিকার সংক্রান্ত কাজকর্মের জন্য তাঁদের দলটি ইয়েই থেকে লাসুর দিকে যাচ্ছিল।

ওই সময়েই অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের থেকে মুহুর্মুহু গুলির বৃষ্টি হতে থাকে তাঁদের দিকে”, দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘ মিশনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে।

ওই বিবৃতিতে জানানো হয়, “আশরাফ সিদ্দিকি গুলি খাওয়ার পরেই লুটিয়ে পড়েন এবং প্রায় সঙ্গে সঙ্গেই মারা যান”।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.