This Article is From Jan 11, 2020

সময়ের আগে বকেয়া মিটিয়ে ইউএনের ধন্যবাদ পেল ভারত

সময়ের আগে বকেয়া টাকা মিটিয়ে রাষ্ট্রসংঘের (ইউএন) ধন্যবাদ পেল ভারত। শুক্রবার, ১০ জানুয়ারি তাদের তরফে  বকেয়া ২৩.২৫ মিলিয়ন ডলার মিটিয়েছে ভারত।

সময়ের আগে বকেয়া মিটিয়ে ইউএনের ধন্যবাদ পেল ভারত

গত ডিসেম্বরে চলতি বর্ষের খাতে রাষ্ট্রসংঘের সাধারণ সংসদ ৩ বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ করেছিল। যা গতবারের চেয়ে প্রায় ৮ মিলিয়ন বেশি। (ফাইল)

হাইলাইটস

  • নির্ধারিত পয়লা ফেব্রুয়ারির আগে এই বকেয়া মিটিয়েছে ভারত
  • আরমেনিয়া, পর্তুগাল, ইউক্রেন, একই সাফল্য অর্জন করেছে।
  • ভারতের তরফে বকেয়া বরাদ্দ ছিল ২৩.২৫ মিলিয়ন ডলার
রাষ্ট্রসংঘ:

সময়ের আগে বকেয়া মিটিয়ে রাষ্ট্রসংঘের (ইউএন) ধন্যবাদ পেল ভারত। শুক্রবার, ১০ জানুয়ারি তাদের তরফে  বকেয়া ২৩.২৫ মিলিয়ন ডলার মিটিয়েছে ভারত। এই সাফল্যের জন্য বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ইউএনের (UN) গুড বুকে উঠে এলো ভারত। শুক্রবার রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুইতেরেসের মুখপাত্র স্টেফানি ডুজারিক বলেন, "আরমেনিয়া, পর্তুগাল, ইউক্রেনের পর চতুর্থ দেশ ভারত, যে বকেয়া টাকা সময়ে মিটিয়েছে। 

সেই ঘোষণার পরেই রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি (Permanent) সৈয়দ আকবরউদ্দিন টুইট করেন, কয়েকজন পেরেছে তাদের বরাদ্দ প্রদেয় টাকা মেটাতে। আমার আসা বাকিরাও পারবে। জানা গেছে, রাষ্ট্রসংঘ ২০২০ সালের বাজেট পর্যালোচনা করে ভারতের খাতে বকেয়া বরাদ্দ করেছিল ২৩,৩৯৬, ৪৯৬ ডলার (২৩.২৫ মিলিয়ন)। আর্থিক নীতি মেনে আগামী পয়লা ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা মেটাতে হত ভারতকে। কিন্তু নির্ধারিত সময়ের ৩ সপ্তাহ আগেই ২৩.২৪ মিলিয়ন ডলার মিটিয়েছে নয়াদিল্লি। গত ডিসেম্বরে চলতি বর্ষের খাতে রাষ্ট্রসংঘের সাধারণ সংসদ (UNGA) ৩ বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ করেছিল। যা গতবারের চেয়ে প্রায় ৮ মিলিয়ন বেশি। মহাসচিব আন্তেনিও গুইতেরেসের অনুরোধে বাড়ানো হয়েছিল বাজেট বরাদ্দ। এর আগে দু বছরে একবার বাজেট পেশ করতো ইউএন। কিন্তু গত বছর  থেকে বার্ষিক বাজেট পেশ করা শুরু করে ওই আন্তর্জাতিক সংস্থা। 

জানা গেছে, গত বারও ভারত এই সাফল্য অর্জন করেছিল। সেবার মাত্র ৩৪টি রাষ্ট্র সময়ের আগে প্রদেয় মিটিয়ে দিতে সমর্থ হয়েছিল। গত অক্টোবরে সংঘের মহাসচিব, বাজেট ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই বিষয়ে সংঘের সদস্যভুক্ত (State Member) দেশগুলোর কাছে ইউএন কোষাগারে নগদের জোগান বাড়াতে আবেদন করেছিলেন তিনি।  



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.