This Article is From Feb 01, 2020

Union Budget: নাগরিক অপরাধকে বৈধ করার লক্ষ্যে সংশোধন করা হবে Companies Act

Budget 2020: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, অপরাধীর কোনও দায় যাতে সংস্থাগুলিকে না নিতে হয় সেই জন্যে আইন সংশোধন করা হবে

Union Budget: নাগরিক অপরাধকে বৈধ করার লক্ষ্যে সংশোধন করা হবে Companies Act

Budget 2020: Finance Minister Nirmala Sitharaman says tax harassment will not be tolerated.

হাইলাইটস

  • এবার কোম্পানিজ অ্যাক্টে সংশোধনী আনছে কেন্দ্রীয় সরকার
  • বাজেট পেশের সময় এই প্রস্তাব দিলেন নির্মলা সীতারামন
  • সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাল বেশ কিছু সংস্থা
নয়া দিল্লি:

কেন্দ্রীয় সরকার এবার নাগরিক অপরাধকে বৈধ বলে গণ্য করার জন্য বিভিন্ন সংস্থার আইন (Companies Act) সংশোধন করার বিষয়ে প্রস্তাব দিয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার ২০২০ সালের বাজেট (Budget 2020) ঘোষণা করার সময়ই এই কথা জানান।  ফৌজদারি দায় অপসারণের জন্য সংস্থাগুলির আইন সংশোধন করা হবে বলে জানান তিনি। নির্মলা সীতারামন আরও বলেন যে "করদানে হয়রানি" কিছুতেই সহ্য করা হবে না। "দেশের নাগরিকদের স্বার্থে আমরা প্রয়োজনে বিশেষ আইন প্রয়োগ করতে রাজি আছি, কেননা আমরা নাগরিকদের এই কথা দিয়েছি যে কিছুতেই তাঁদের ক্ষেত্রে কর হয়রানি সহ্য করা হবে না", বাজেট (Union Budget) পেশের সময় এমনটাই বলতে শোনা যায় নির্মলা সীতারামনকে। তিনি (Nirmala Sitharaman) বলেন, নাগরিকদের কর সংক্রান্ত হয়রানি থেকে বাঁচানোর লক্ষ্যে আলাদা করে একটি করদাতা সনদকে প্রাতিষ্ঠানিক করা হবে।

Budget 2020: দেশে দুধ, মাংস এবং মাছ পরিবহণে চালু হবে 'কিষান রেল', ঘোষণা অর্থমন্ত্রীর

সংস্থাগুলির আইন সংশোধন করার সরকারি পদক্ষেপকে প্রথমেই স্বাগত জানান বায়োকনের কিরণ মজুমদার সাউ। "অর্থমন্ত্রী ভারতে কর হয়রানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর জন্যে সংস্থাগুলির আইনকে সংশোধন করা প্রয়োজন। আর সেই সংশোধনীর পক্ষেই মত দিয়েছে কেন্দ্রীয় সরকার, এটা দেশের মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি বার্তা", টুইট করেন তিনি।

Budget 2020: শিক্ষাখাতে ৯৯,৩০০ কোটি টাকা বরাদ্দ করল মোদি সরকার, আসছে নয়া শিক্ষা নীতিও

সরকারের ওই প্রস্তাবে এই সুপারিশ করা হয়েছে যে বৈধ অপরাধ বলে গণ্য হতে পারে এমন অপরাধগুলির মধ্যে এবার সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) লঙ্ঘন এবং আয়কর দাখিল না করার মতো অপরাধও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে বলেন যে দেশে ব্যবসার কাজ আরও সহজ করার জন্য সরকার কোম্পানিস অ্যাক্টে আইনের কিছু অংশকে বৈধ হিসাবে গণ্য করার কথা ভাবা হচ্ছে।

সেই সময় প্রধানমন্ত্রী আরও বলেন, আইনের অনেক বিধানকে ইতিমধ্যেই সংশোধন করা হয়েছে এবং এর আরও পরিবর্তন আনার কাজ চলছে।

.