தமிழில் படிக்க Read in English
This Article is From Feb 01, 2020

Budget 2020 Live Updates:‘‘৫-৭.৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে আয়কর ১০ শতাংশ’’:অর্থমন্ত্রী

Union Budget 2020: দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে গতি আনা এবং অর্থনীতির পালে হাওয়া লাগাতে অর্থমন্ত্রী কী পদক্ষেপ করেন সেদিকে নজর রয়েছে সবার।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Budget 2020: অর্থমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

নয়াদিল্লি:

আজ অর্থমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার বাজেট (Budget 2020 ) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে গতি আনা এবং অর্থনীতির পালে হাওয়া লাগাতে দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী কী পদক্ষেপ করেন সেদিকে নজর রয়েছে সবার। ক্রেতা চাহিদা বাড়াতে এবং বিনিয়োগে গতি আনতে পরিকাঠামোয় বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে ব্যক্তিগত করের হার কমাতে পারে কেন্দ্রীয় সরকার। বাজেটের কারণে আজ খোলা থাকবে স্টক মার্কেট।

রইল কেন্দ্রীয় বাজেট ২০২০ সম্পর্কে লাইভ আপডেট: 

Feb 01, 2020 13:41 (IST)
অর্থমন্ত্রী: ''আধারভিত্তিক কর যাচাই চালু হল।''
Feb 01, 2020 13:34 (IST)
অর্থমন্ত্রী: ''কর মামলার জন্য নতুন ডিজিটাল প্রকল্প।''
Feb 01, 2020 13:18 (IST)
অর্থমন্ত্রী: ''লভ্যাংশ বিতরণ কর বাতিল করা হয়েছে।''
Feb 01, 2020 13:12 (IST)
অর্থমন্ত্রী: ''১২.৫-১৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে আয়কর ২৫ শতাংশ।''
Feb 01, 2020 13:11 (IST)
অর্থমন্ত্রী: ''১০-১২.৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে আয়কর ২০ শতাংশ।''
Advertisement
Feb 01, 2020 13:11 (IST)
অর্থমন্ত্রী: ''৭.৫-১০ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে আয়কর ১৫ শতাংশ।''
Feb 01, 2020 13:09 (IST)
অর্থমন্ত্রী: ''৫-৭.৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে আয়কর ১০ শতাংশ।''
Feb 01, 2020 13:09 (IST)
অর্থমন্ত্রী: ''নতুন সরলীকৃত আয়কর ব্যবস্থা চালু।''
Feb 01, 2020 13:05 (IST)
অর্থমন্ত্রী: ''জিডিপির ৩.৩ শতাংশ লক্ষ্যমাত্রার তুলনায় আনুমানিক ৩.৮ শতাংশ আর্থিক ঘাটতি।''
Feb 01, 2020 13:02 (IST)
অর্থমন্ত্রী: ''জীবনবিমায় সরকারি শেয়ার আংশিক বিক্রি করা হবে আইপিও-র মাধ্যমে।
Feb 01, 2020 12:47 (IST)
অর্থমন্ত্রী: ''বিমা কভারেজের আমানত ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল।''
Feb 01, 2020 12:43 (IST)
অর্থমন্ত্রী: ''লাদাখের জন্য বরাদ্দ ৫,৯৫৮ কোটি টাকা।''
Feb 01, 2020 12:42 (IST)
অর্থমন্ত্রী: ''জম্মু ও কাশ্মীরের জন্য বরাদ্দ ৩০,৭৫৭ কোটি টাকা।''
Feb 01, 2020 12:42 (IST)
অর্থমন্ত্রী: ''সরকার কর হয়রানি সহ্য করবে না।''
Feb 01, 2020 12:37 (IST)
অর্থমন্ত্রী: ''তফশিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ৮৫,০০০ কোটি টাকা।''
Feb 01, 2020 12:36 (IST)

অর্থমন্ত্রী: ''৫টি প্রত্নতাত্ত্বিক স্থানকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তো‌লা হবে।''
Feb 01, 2020 12:33 (IST)
অর্থমন্ত্রী: ''জলবায়ু পরিবর্তন নীতির জন্য বরাদ্দ ৪,৪০০ কোটি টাকা।''
Feb 01, 2020 12:32 (IST)
অর্থমন্ত্রী: ''জাতীয় সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।''
Feb 01, 2020 12:31 (IST)
অর্থমন্ত্রী: ''রাঁচিতে স্থাপিত হবে উপজাতি জাদুঘর।''
Feb 01, 2020 12:30 (IST)
অর্থমন্ত্রী: ''বিশুদ্ধ বায়ুর জন্য বরাদ্দ ৪,৪০০ কোটি টাকা।''



Advertisement