This Article is From Feb 02, 2020

"১০-এ এক অথবা শূন্য। পছন্দমতো বেছে নিন!" নির্মলার বাজেটকে রেটিং দিলেন চিদাম্বরম!

"১০-এ দুটি সংখ্যা আছে। এক আর শূন্য। আপনি যেটা খুশি বেছে নিন।" কেন্দ্রীয় বাজেট ২০২০-এর রেটিং দিতে গিয়ে এমন জবাব দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম (P Chidambaram)।

বাজেটে এমন কিছু বলা নেই, যাতে ভর করে আগামী বছর ঘুরে দাঁড়াবে অর্থনীতি; দাবি করেছেন পি চিদাম্বরম

হাইলাইটস

  • ১০-এ এক অথবা শূন্য। নিজের ইচ্ছেমত বেছে নিন
  • কেন্দ্রীয় বাজেটকে রেটিং দিতে গিয়ে বললেন চিদাম্বরম
  • আগামী অর্থবর্ষেও ঘুরবে না অর্থনীতির হাল; দাবি করেছেন তিনি
নয়াদিল্লি:

"১০-এ দুটি সংখ্যা আছে। এক আর শূন্য। আপনি যেটা খুশি বেছে নিন।" কেন্দ্রীয় বাজেট ২০২০-এর রেটিং দিতে গিয়ে এমন জবাব দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম (P Chidambaram)। শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) বাজেট (budget 2020,) বক্তৃতা প্রসঙ্গে তিনি বলেছেন, "অর্থনীতি যে গভীর সঙ্কটে ডুবে, কিছুতেই স্বীকার করতে চাইছে না সরকার।" গত ছ'টি ত্রৈমাসিকে আর্থিকবৃদ্ধির হার ক্রমাগত কমেছে। তাঁর মন্তব্য, "এই বাজেটে এমন কোনও দাওয়াই নেই, যার থেকে আগামী অর্থবর্ষে ঘুরে দাঁড়াবে অর্থনীতি। আগামী অর্থবর্ষে আর্থিকবৃদ্ধি হবে ৬-৬.৫%। এমন দাবি করেছে সরকার। এটা হাস্যকর এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য।" তিনি যুক্তি দিয়েছেন, অর্থনীতির হাল এতটাই খারাপ যে, বাজারে চাহিদা তৈরি হচ্ছে না, বিনিয়োগের পরিসর বাড়ছে না। তাঁর মতে, "কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাহিদা তৈরি আর বিনিয়োগের পরিসর তৈরির রাস্তা বাজেটে বাতলে দেননি। এই দুটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে কী কৌশল দরকার, তার উল্লেখ নেই বাজেটে। আগামীদিনেও এই দুটি প্রতিবন্ধকতা থাকলে অর্থনীতি কিছুতেই ঘুরে দাঁড়াবে না।" পি চিদাম্বরম শনিবার আরও দাবি করেছেন, বাজেট বক্তৃতায় গরিব এবং মধ্যবিত্তদের সুরাহার পথ নেই। 

Budget 2020: "অর্থনীতিকে আইসিইউ থেকে ভেন্টিলেশনে পাঠাবে"; মন্তব্য অমিত মিত্রের

শনিবার এক বিবৃতি জারি করে অর্থমন্ত্রীর দীর্ঘ বাজেট বক্তৃতার সমালোচনা কৌতুকের সুরেই করেছেন পি চিদাম্বরম। তিনি বিবৃতিতে বলেছেন, "সাম্প্রতিক কালের দীর্ঘতম বাজেট বক্তৃতা আমিও শুনলাম। বাজেট পড়তে ১৬০-মিনিট সময় নিয়েছেন অর্থমন্ত্রী। আপনাদের সবার মতো সেই দীর্ঘ সময় বাজেট শুনে আমিও ক্লান্ত। কিন্তু আপনাকে এ কারণে দোষারোপ করবো না।" শনিবারই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, এত দীর্ঘ বাজেট বক্তৃতা, যে সারমর্ম বুঝে উঠতে পারিনি। 

Budget 2020: এবার বেসরকারিকরণের পথে এলআইসি, শেয়ারের একাংশ বিক্রি করে দিচ্ছে সরকার

টানা ১৬০ মিনিট বাজেট বক্তৃতা দিয়েও গোটা বাজেট পাতা শেষ করতে পারেননি অর্থমন্ত্রী। বাজেট পড়তে পড়তে অস্বস্তি বোধ করাতে সংসদের থেকে অনুমতি চেয়ে বেঞ্চে বসে পড়েছিলেন তিনি। সেই সময় তাঁর পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জল ও ক্যান্ডি নিয়ে ছুটে এসেছিলেন ওপর এক মন্ত্রী হরসিমরত কৌর বাদল। 

.