Read in English
This Article is From May 22, 2020

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্জিকিউটিভ চেয়ারম্যান হচ্ছেন হর্ষ বর্ধন: খবর

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আগে এই পদে ছিলেন জাপানের ডঃ হিরোকি নাকাতানি, ৩৪ জন সদস্যের এক্জিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান তিনি

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

২২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্জিকিউটিভ বোর্ডের বৈঠকে হর্ষ বর্ধনকে নির্বাচিত করা হবে (ফাইল)

Highlights

  • হু এর এক্জিকিউটিভ বোর্ডের বৈঠকে হর্ষ বর্ধনকে নির্বাচিত করা হবে
  • আগে এই পদে ছিলেন জাপানের ডঃ হিরোকি নাকাতানি
  • নিযুক্তির প্রস্তাবে সম্মতি দিয়েছে ১৯৪টি দেশের ওর্য়াল্ড হেল্থ অ্যাসেম্বলি
নয়াদিল্লি:

করোনা ভাইরাসের (COVID-19) বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সামিল সৈনিকদের মধ্যে অন্যতম হিসেবে একবারে প্রথম সারিতে রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan), এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)  এক্জিকিউটিভ বোর্ড চেয়ারম্যান পদের দায়িত্ব পেতে চলেছেন তিনি। ২২ মে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই পদের দায়িত্ব নেবেন বলে মঙ্গলবার জানিয়েছেন আধিকারিকরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আগে এই পদে ছিলেন জাপানের ডঃ হিরোকি নাকাতানি, ৩৪ জন সদস্যের এক্জিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান তিনি। নাম প্রকাশ না করার শর্তে এক আধিকারিক জানিয়েছেন, ভারতের মনোনীত সদস্যকে এই পদে নিযুক্ত করার প্রস্তাবে সম্মতি দিয়েছে ১৯৪টি দেশের ওর্য়াল্ড হেল্থ অ্যাসেম্বলি।

একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড গড়ল করোনা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫,৬১১

গত বছরই ঠিক হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া গ্রুপের ভারতের মনোনীত করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে, ফলে, তাঁর এই দায়িত্বভার গ্রহণকে আনুষ্ঠানিক ব্যাপার বলেই মনে করা হচ্ছে, পাশাপাশি গত বছরই জানানো হয়, মে থেকে তিন বছরের মেয়াদে এক্জিকিউটিভ বোর্ডে মনোনীত হবে ভারত।  

Advertisement

২২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্জিকিউটিভ বোর্ডের বৈঠকে হর্ষ বর্ধনকে নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

আঞ্চলিক গোষ্ঠীগুলির মধ্যে চক্রাকারে চেয়ারম্যান পদে নিযুক্তি হয় এবং গত বছর সিদ্ধান্ত হয় যে, শুক্রবার শুরু হতে চলা বছরে চেয়ারম্যান হবেন ভারতের সদস্য।

Advertisement

এটা পূর্ণ সময়ের পদ নয়, এবং মন্ত্রী কেবলমাত্র এক্জিকিউটিভ বোর্ডের বৈঠক ডাকবেন।

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে ফের রাজ্যে আসতে প্রস্তুত পর্যবেক্ষক দল, আদালতকে জানাল কেন্দ্র

Advertisement

স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষিত ব্যক্তিদের নিয়ে ৩৪ জনের এক্জিকিউটিভ বোর্ড গঠন করা হয়, এবং প্রত্যেক জনকে সদস্য হিসে্বে নিয়েোগ করে বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলি। তিন বছরের মেয়াদে তাঁদের নিয়েোগ করা হয়।

বছরে অন্তত দুবার বৈঠক হয়, মূল বৈঠকটি মূলত জানয়ারিতে হয়, মে মাসে আরেকটি ছোটো বৈঠক হয় ঠিক হেল্থ অ্যাসেম্বলির পরেই।

Advertisement

এক্জিকিউটিভ বোর্ডের মূল কাজ হল হেল্থ অ্যাসেম্বলির নীতি এবং সিদ্ধান্ত  কার্যকর করা, কাজের ক্ষেত্রে তা প্রয়োগ করতে বলে।

সোমবার ভিডিও কনফারেন্স বৈঠকে ৭৩ তম বিশ্ব স্বাস্থ্য সভায় হর্ষ বর্ধন বলেন, করোনা ভাইরাস অতিমারীর বিরুদ্ধে সবরকম পদক্ষেপ করবে ভারত সরকার।

Advertisement

তিনি আরও বলেন, এই অতিমারীর বিরুদ্ধে ভালভাবে লড়াই করছে ভারত, এভং আগামীমাসে আরও ভাল ফল করার ব্যাপারে আত্মবিশ্বাসী।

Advertisement