This Article is From Mar 09, 2019

পাঁচ বছরে দু’বার নয় তিনবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে: রাজনাথ

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানালেন দু’বার নয়,  তিনবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তবে তৃতীয়টি নিয়ে আর কোনও কথা  বলবেন না রাজনাথ।      

তৃতীয় সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কোনও কথা বলবেন না বলে জানালেন রাজনাথ সিং।

হাইলাইটস

  • পাঁচ বছরে দু’বার নয় তিনবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে
  • মেঙ্গালুরুর সভা থেকে এমনই দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
  • তিন নম্বর হামলা প্রসঙ্গে শব্দ খরচ কররেননি মোদী মন্ত্রিসভার এই সদস্য
মেঙ্গালুরু:

তাঁদের পাঁচ বছরে দু'বার নয়,  তিনবার সার্জিক্যাল স্ট্রাইক (Surgical Strike) হয়েছে। উড়ি হামলা এবং পুলওয়ামায় জঙ্গি হানার (Pulwama Terror Attack ) পর দু'বার যে স্ট্রাইক হয়েছে  সেটা কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল। এবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানালেন দু'বার নয়,  তিনবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তবে তৃতীয়টি নিয়ে আর কোনও কথা  বলবেন না রাজনাথ।

কলেজে কেন খোলামেলা পোশাক, দক্ষিণ কলকাতায় টিএমসিপির হেনস্থা ছাত্রীকে

তাঁর কথায়, ‘পাঁচ বছরে আমরা  তিনবার ভারতের সীমানা পার করে স্ট্রাইক করেছি। তিন বারই আমরা সফল হয়েছি। প্রথমবার উড়িতে আমাদের সেনা জওয়ানদের বদলা  নিয়েছিলাম আর শেষবার স্ট্রাইক হয় পুলওয়ামার হামলার পর। তিন নম্বরটি সম্পর্কে আমি কোনও মন্তব্য করব না।' মেঙ্গালুরুর সভা থেকে এভাবেই স্ট্রাই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মোদী মন্ত্রিসভার এই প্রবীণ সদস্য। তিনটি স্ট্রাইকের প্রসঙ্গ তুলে ধরে  তিনি বলেন, ভারত এখন আর দুর্বল দেশ নয়।  

গত মাসের ১৪ তারিখ কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হানায়  শহিদ হন সিআরপিএফের ৪০ জনের বেশি জওয়ান। এই ঘটনার বদলা  নিতে  পাক অধিকৃত  কাশ্মীরে  আকাশ পথে  ঢুকে আঘাত হানে ভারতীয় বায়ুসেনা। জঙ্গি  সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish-E -)Mohammad) ঘাঁটিতে আঘাত হানা হয়।   

পরদিন ভারতের হামলা করে পাকিস্তান। সেই স্ট্রাইক রুখতে গিয়ে পাকিস্তানের হাতে বন্দি হন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পরে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে তাঁকে ছেড়ে দেয় ইসলামাবাদ। আর তাতেই দু'দেশের মধ্যে  তৈরি হওয়া উত্তেজনা কিছুটা কমে আসে।

 

আড়াই বছর আগে  ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে পাক  অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে সেনা  বাহিনী। তার মাত্র কয়েকদিন আগে  উড়িতে হামলা চালিয়ে  ১৯ জন সেনা জওয়ানকে হত্যা করে জঙ্গিরা। এই ঘটনার আগের বছর মায়ানমারেও আঘাত হানে  ভারতীয় বায়ুসেনা  সেটা  ২০১৫ সালের ঘটনা। তার  দিন সাতেক আগে মণিপুরে ১৮ জন সেনা জওয়ানের প্রাণ যায়। তবে সেই হামলা সম্পর্কে বেশির ভাগ তথ্যই গোপন রাখা হয়।

.