বাজপেয়ী মন্ত্রিসভার সবচেয়ে কনিষ্ঠ সদস্যও ছিলেন অনন্ত।
হাইলাইটস
- রাষ্ট্রীয় মর্যাদায় অনন্ত কুমারের শেষকৃত্য সম্পন্ন হবে
- সংসদ বিষয়ক মন্ত্রী বরিবার গভীর রাতে প্রয়াত হন তিনি
- শেষকৃত্যে উপস্থিত থাকতে চলেছেন উপরাষ্ট্রপতি থেকে শুরু করে স্পিকার
আজ রাষ্ট্রীয় মর্যাদায় অনন্ত কুমারের শেষকৃত্য সম্পন্ন হবে। সংসদ বিষয়ক মন্ত্রী বরিবার গভীর রাতে প্রয়াত হন। তাঁর শেষকৃত্যে দেশের উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু থেকে শুরু করে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এবং বিজেপি সভাপতি অমিত শাহ উপস্থিত থাকতে চলেছেন বলে খবর। গ্যান স্যালুট থেকে শুরু করে গার্ড অফ অনার- সবই দেওয়া হবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অনন্ত। চিকিৎসার জন্য গিয়েছিলেন আমেরিকায়। সেখান থেকে গত মাসেই ফেরেন বেঙ্গালুরু দক্ষিণ কেন্দ্রের এই সাংসদ। আর তার কয়েকদিনের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
মন্ত্রী অনন্ত কুমারের মৃত্যুতে শোক প্রকাশ মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরীর
জানা গিয়েছে শেষকৃত্যের আগে বিজেপির রাজ্য দপ্তরে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে ন্যাশনাল কলেজ গ্রাউন্ডে। দুপুর একটার পর হবে শেষকৃত্য।
ব্যস্ততার মাঝেই সোমবার সন্ধ্যায় বারাণসী থেকে বেঙ্গালুরু উড়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি। আগেই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন অনন্ত কুমার ছিলেন এক বলিষ্ঠ চরিত্র। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর মৃত্যুকে বিরাট ক্ষতি বলে ব্যাখ্যা করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমাররে জীবনাবসান
শুধু মোদী মন্ত্রিসভা নয়, এর আগেও এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন তিনি। শুধু তাই নয় বাজপেয়ী মন্ত্রিসভার সবচেয়ে কনিষ্ঠ সদস্যও ছিলেন তিনি। সেখানে অসামরিক বিমান পরিবহবণের মতো দপ্তরও সামলেছেন তিনি। ছ'বারের সাংসদ অনন্ত কুমারের আগে কেউ রাষ্ট্রসঙ্ঘে কন্নড় ভাষায় কথা বলেননি।
আইন ও কলা বিদ্যায় স্নাতক অনন্ত জীবনের প্রথম দিকে ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। পরে সরাসরি আরএসএসের সঙ্গে যুক্ত হন। প্রথমবার সাংসদ নির্বাচিত হন 1996 সালে।