বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারাগাছের সঙ্গে সেলফি তুললেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
হাইলাইটস
- আজ বিশ্ব পরিবেশ দিবস।
- কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর চারাগাছের সঙ্গে সেলফি তুললেন।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উপলক্ষে একটি ভিডিও টুইট করেন।
নয়াদিল্লি: আজ বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day)। সেই উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর ( Prakash Javadekar) একটি নতুন প্রচার শুরু করলেন—#SelfieWithSapling। সকলকে আহ্বান করলেন চারাগাছের সঙ্গে সেলফি নিতে। জাতীয় কৃষি বাজারের (eNAM) বিশেষজ্ঞ অভিনব বিল্লাইয়া একটি ছবি টুইট করেন, যাতে কেন্দ্রীয় মন্ত্রীকে দেখা যাচ্ছে চারাগাছের সঙ্গে সেলফি নিতে। এছাড়াও আজ সকালে প্রাক্তন ক্রিকেটার কপিল দেব ও অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে গাছের চারা পুঁততেও দেখা যায় তাঁকে। সেটাও ছিল এই প্রচারকার্যেরই একটি অংশ। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটারে শেয়ার করা একটি ভিডিও রিটুইট করেন। সেই ভিডিওয় প্রধানমন্ত্রীর উত্তরাখণ্ডের পাহাড়ে কেদারনাথ মন্দিরে যাওয়ার বিভিন্ন ক্লিপিং রয়েছে। সেই সঙ্গে রয়েছে পরিবেশ দিবস উপলক্ষে গাছের ভিডিও।
কাঠবিড়ালি কাঠবিড়ালি, সাপ তুমি খাও? দেখুন কাঠবিড়ালির সাপ কামড়ানোর বিরল ভিডিও
মোদী ওই টুইটে লেখেন, ‘‘আমাদের গ্রহ ও পরিবেশকে আমরা ব্যাপক ভাবে উপভোগ করতে পারি। আজ #WorldEnvironmentDay, আমরা একটা পরিষ্কার গ্রহ গড়ে তোলার প্রতিশ্রুতিকে পুনরাবৃত্ত করতে পারি। প্রকৃতির ঐকতানের মধ্যে বসবাস করলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ পাব।''
ভাইরাল: ছবিতে লুকিয়ে ৪০টি ভারতীয় বিজ্ঞাপন?
পরপর কয়েকটি টুইটের মধ্যে দিয়ে জাভড়েকর বায়ুদূষণ নিয়ে আলোচনা করতে চেয়ে সকলের মতামত চান। জানতে চান, বায়ু দূষণ কমাতে তাঁরা কী করতে পারেন এবং বিশ্ব উষ্ণায়নের ফলে উত্তরোত্তর বাড়তে থাকা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে আটকানোর ব্যাপারেই বা তাঁরা কী ভাবছেন।
মুম্বইয়ে আফরোজ শাহ সকলকে পথ দেখিয়েছেন সেখানকার ভের্সোভা সৈকতকে পরিষ্কার করার কর্মকাণ্ডের শরিক হয়ে। তাঁর দেখানো পথে চলে দাদরেও একই কাজ শুরু করেছেন সেখানকার বাসিন্দারা।
জাতিসঙ্গ ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করেছে। তাদের ওয়েবসাইটে লেখা রয়েছে, ‘‘১৯৭৪ সালে এটা শুরু হওয়ার পরে সারা পৃথিবী জুড়ে তা উদযাপন করার একটি বিশ্বব্যাপী মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। একশোরও বেশি দেশ তাতে অংশ নিয়েছে।''
প্রতিটি বিশ্ব পরিবেশ দিবসের একটি থিম থাকে। যার মাধ্যমে পরিবেশ সচেতনতাকে বাড়ানোর চেষ্টা করা হয়। ২০১৯-এর থিম ‘বিট এয়ার পলিউশন'। অর্থাৎ বায়ু দূষণকে রুখতে সকলকে আহ্বান জানানো হয়েছে এই থিমের মাধ্যমে।
সেই থিমটির প্রসঙ্গে জাতিসঙ্ঘ জানাচ্ছে, ‘‘এই বছরের আয়োজক চিন বেছে নিয়েছে এই বছরের বিষয়। সকলকে আহ্বান জানানো হচ্ছে ভেবে দেখতে কীভাবে আমরা দৈনন্দিন জীবনে পরিবর্তন করে আমাদের দ্বারাই উদ্ভুত বায়ু দূষণের মাত্রা কমাতে পারব। এবং তার ফলে বিশ্ব উষ্ণায়নকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এর ফলে আমাদের নিজেদের স্বাস্থ্যেই এর প্রভাব পড়বে।''