This Article is From Aug 11, 2019

সংস্কৃত ভাষার জন্যই কথা বলা কম্পিউটার তৈরি সম্ভবপর, জানিয়েছে নাসা: দাবি শিক্ষামন্ত্রীর

তিনি আরও দাবি করেন, আয়ুর্বেদের জনক হিসেবে পরিচিত ঋষি চরকই প্রথম ব্যক্তি, যিনি নিরন্তর গবেষণা করে অণু ও পরমাণু আবিষ্কার করেছিলেন।

সংস্কৃত ভাষার জন্যই কথা বলা কম্পিউটার তৈরি সম্ভবপর, জানিয়েছে নাসা: দাবি শিক্ষামন্ত্রীর

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের দাবি, প্রাচীন যুগের চিকিৎসক সুশ্রুতই ছিলেন বিশ্বের প্রথম শল্য চিকিৎসক।

মুম্বই:

যদি ভবিষ্যতে কথা বলা কম্পিউটারের (Talking Computer) কল্পনা বাস্তবায়িত হয়, তাহলে তা সম্ভব হবে সংস্কৃতের জন্য। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) এমনটাই জানিয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল (Ramesh Pokhriyal)। তিনি বলেন, নাসা জানিয়েছে কথা বলা কম্পিউটার যদি সত্যিই ভবিষ্যতে তৈরি করা যায়, তাহলে তার পিছনে প্রাথমিক ভাবে সংস্কৃত ভাষার অবদানকেই মান্যতা দিতে হবে। সংস্কৃতকে একমাত্র বিজ্ঞানসম্মত ভাষা বলে দাবি করেন তিনি। আইআইটি-বম্বের ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। তিনি জানান, ‘‘নাসার মতে নিকট ভবিষ্যতে যদি কথা বলা কম্পিউটার বাস্তবায়িত হয়, তাহলে তা একমাত্র সম্ভব হবে সংস্কৃতর জন্য। নাসা এমনটা জানিয়েছে, কেননা সংস্কৃত একটি বিজ্ঞানসম্মত ভাষা যেখানে শব্দগুলি ঠিক সেভাবই লেখা যায়, যেভাবে এগুলি উচ্চারণ করা হয়।''

'দলীয় কর্মীরাও সুন্দরী কাশ্মীরিদের বিয়ে করতে পারবেন': রসিকতা হরিয়ানা মুখ্যমন্ত্রীর

তিনি আরও দাবি করেন, আয়ুর্বেদের জনক হিসেবে পরিচিত ঋষি চরকই প্রথম ব্যক্তি, যিনি নিরন্তর গবেষণা করে অণু ও পরমাণু আবিষ্কার করেছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘‘কে অণু ও পরমাণু নিয়ে গবেষণা শুরু করেছিলেন? ঋষি চরকই অণু ও পরমাণু নিয়ে গবেষণা করে এগুলি আবিষ্কার করেছিলেন।''

তিনি আরও দাবি করেন, প্রাচীন যুগের চিকিৎসক সুশ্রুতই ছিলেন বিশ্বের প্রথম শল্য চিকিৎসক।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.